Skip to content

কুরআন মজীদ সূরা আস-সাফফাত আয়াত ১৭

Qur'an Surah As-Saffat Verse 17

আস-সাফফাত [৩৭]: ১৭ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

اَوَاٰبَاۤؤُنَا الْاَوَّلُوْنَۗ (الصافات : ٣٧)

awaābāunā
أَوَءَابَآؤُنَا
Or our fathers
এবং কি (উঠানো হবে) আমাদের পিতৃপুরুষদেরকেও
l-awalūna
ٱلْأَوَّلُونَ
former?"
পূর্বকালের"

Transliteration:

Awa aabaa'unal awwaloon (QS. aṣ-Ṣāffāt:17)

English Sahih International:

And our forefathers [as well]?" (QS. As-Saffat, Ayah ১৭)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

এবং আমাদের পূর্বপুরুষদেরকেও (উঠানো হবে)?’ (আস-সাফফাত, আয়াত ১৭)

Tafsir Ahsanul Bayaan

এবং আমাদের পিতৃপুরুষদেরকেও কি?’

Tafsir Abu Bakr Zakaria

'এবং আমাদের পিতৃপুরুষরাও?’

Tafsir Bayaan Foundation

‘আর আমাদের পূর্ববর্তী পিতৃপুরুষগণও’?

Muhiuddin Khan

আমাদের পিতৃপুরুষগণও কি?

Zohurul Hoque

''আর কি পুরাকালের আমাদের পিতৃপুরুষরাও?’’