Skip to content

কুরআন মজীদ সূরা আস-সাফফাত আয়াত ১৬৫

Qur'an Surah As-Saffat Verse 165

আস-সাফফাত [৩৭]: ১৬৫ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

وَاِنَّا لَنَحْنُ الصَّۤافُّوْنَۖ (الصافات : ٣٧)

wa-innā
وَإِنَّا
And indeed we
এবং নিশ্চয়ই
lanaḥnu
لَنَحْنُ
surely [we]
আমরা অবশ্যই
l-ṣāfūna
ٱلصَّآفُّونَ
stand in rows
সারি বেঁধে দাঁড়িয়ে আছি

Transliteration:

Wa innaa llanah nus saaffoon (QS. aṣ-Ṣāffāt:165)

English Sahih International:

And indeed, we are those who line up [for prayer]. (QS. As-Saffat, Ayah ১৬৫)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আমরা সারিবদ্ধভাবে দন্ডায়মান (খেদমত দেয়ার জন্য)। (আস-সাফফাত, আয়াত ১৬৫)

Tafsir Ahsanul Bayaan

আমরা অবশ্যই সারিবদ্ধভাবে দন্ডায়মান,

Tafsir Abu Bakr Zakaria

‘আর আমরা তো সারিবদ্ধভাবে দণ্ডায়মান,

Tafsir Bayaan Foundation

আর অবশ্যই আমরা সারিবদ্ধ ।

Muhiuddin Khan

এবং আমরাই সারিবদ্ধভাবে দন্ডায়মান থাকি।

Zohurul Hoque

''আর নিশ্চয়ই আমরা, আমরাই তো সারিবদ্ধভাবে দাঁড়াব,