Skip to content

কুরআন মজীদ সূরা আস-সাফফাত আয়াত ১৫৭

Qur'an Surah As-Saffat Verse 157

আস-সাফফাত [৩৭]: ১৫৭ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

فَأْتُوْا بِكِتٰبِكُمْ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ (الصافات : ٣٧)

fatū
فَأْتُوا۟
Then bring
তাহ'লে তোমরা আনো
bikitābikum
بِكِتَٰبِكُمْ
your book
তোমাদের কিতাব
in
إِن
if
যদি
kuntum
كُنتُمْ
you are
তোমরা হও
ṣādiqīna
صَٰدِقِينَ
truthful
সত্যবাদী

Transliteration:

Faatoo bi Kitaabikum in kuntum saadiqeen (QS. aṣ-Ṣāffāt:157)

English Sahih International:

Then produce your scripture, if you should be truthful. (QS. As-Saffat, Ayah ১৫৭)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তোমরা সত্যবাদী হলে নিয়ে এসো তোমাদের কিতাব। (আস-সাফফাত, আয়াত ১৫৭)

Tafsir Ahsanul Bayaan

তোমরা সত্যবাদী হলে তোমাদের গ্রন্থ উপস্থিত কর। [১]

[১] অর্থাৎ, এই বিশ্বাসের শুদ্ধতা বিবেক মেনে নেয় না যে, আল্লাহর সন্তান আছে; তাতেও আবার কন্যাসন্তান। যদি তাই হয়, তাহলে কোন প্রমাণ দেখাও, আল্লাহর নাযিলকৃত কোন একটি কিতাব দেখাও, যাতে আল্লাহর সন্তানের স্বীকারোক্তি বা প্রমাণ আছে?

Tafsir Abu Bakr Zakaria

তোমরা সত্যবাদী হলে তোমাদের কিতাব [১] উপস্থিত কর।

[১] কাতাদাহ বলেন, এখানে কিতাব বলে, গ্রহণযোগ্য ওযর উদ্দেশ্য। [তাবারী]

Tafsir Bayaan Foundation

অতএব তোমরা সত্যবাদী হলে তোমাদের কিতাব নিয়ে আস।

Muhiuddin Khan

তোমরা সত্যবাদী হলে তোমাদের কিতাব আন।

Zohurul Hoque

তেমন হলে তোমাদের গ্রন্থ নিয়ে এস, যদি তোমরা সত্যবাদী হও।