কুরআন মজীদ সূরা আস-সাফফাত আয়াত ১৫৬
Qur'an Surah As-Saffat Verse 156
আস-সাফফাত [৩৭]: ১৫৬ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
اَمْ لَكُمْ سُلْطٰنٌ مُّبِيْنٌۙ (الصافات : ٣٧)
- am
- أَمْ
- Or
- অথবা
- lakum
- لَكُمْ
- (is) for you
- তোমাদের (আছে)
- sul'ṭānun
- سُلْطَٰنٌ
- an authority
- প্রমাণ
- mubīnun
- مُّبِينٌ
- clear?
- সুস্পষ্ট
Transliteration:
Am lakum sultaanum mubeen(QS. aṣ-Ṣāffāt:156)
English Sahih International:
Or do you have a clear authority? (QS. As-Saffat, Ayah ১৫৬)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
(তোমরা যা বলছ তার স্বপক্ষে) তোমাদের কি সুস্পষ্ট দলীল-প্রমাণ আছে? (আস-সাফফাত, আয়াত ১৫৬)
Tafsir Ahsanul Bayaan
তোমাদের কি সুস্পষ্ট দলীল-প্রমাণ আছে?
Tafsir Abu Bakr Zakaria
নাকি তোমাদের কোন সুস্পষ্ট দলীল-প্ৰমাণ আছে?
Tafsir Bayaan Foundation
নাকি তোমাদের কোন সুস্পষ্ট দলীল- প্রমাণ আছে?
Muhiuddin Khan
না কি তোমাদের কাছে সুস্পষ্ট কোন দলীল রয়েছে?
Zohurul Hoque
নাকি তোমাদের কাছে কোনো স্পষ্ট দলিল-প্রমাণ রয়েছে?