কুরআন মজীদ সূরা আস-সাফফাত আয়াত ১৫৫
Qur'an Surah As-Saffat Verse 155
আস-সাফফাত [৩৭]: ১৫৫ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
اَفَلَا تَذَكَّرُوْنَۚ (الصافات : ٣٧)
- afalā
- أَفَلَا
- Then will not
- তবে কি না
- tadhakkarūna
- تَذَكَّرُونَ
- you pay heed?
- তোমরা উপদেশ গ্রহণ করবে
Transliteration:
Afalaa tazakkaroon(QS. aṣ-Ṣāffāt:155)
English Sahih International:
Then will you not be reminded? (QS. As-Saffat, Ayah ১৫৫)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
তাহলে কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? (আস-সাফফাত, আয়াত ১৫৫)
Tafsir Ahsanul Bayaan
তবে কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? [১]
[১] যে, যদি আল্লাহর সন্তান হত তবে পুত্রসন্তান হত, যা তোমরাও পছন্দ কর এবং উত্তম মনে কর। কন্যাসন্তান নয়, যা তোমাদের চোখেও নগণ্য ও তুচ্ছ।
Tafsir Abu Bakr Zakaria
তবে কি তোমরা উপদেশ গ্ৰহণ করবে না?
Tafsir Bayaan Foundation
তাহলে কি তোমরা উপদেশ গ্রহণ করবে না?
Muhiuddin Khan
তোমরা কি অনুধাবন কর না?
Zohurul Hoque
তোমরা কি তবে মনোযোগ দেবে না?