কুরআন মজীদ সূরা আস-সাফফাত আয়াত ১৩৭
Qur'an Surah As-Saffat Verse 137
আস-সাফফাত [৩৭]: ১৩৭ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
وَاِنَّكُمْ لَتَمُرُّوْنَ عَلَيْهِمْ مُّصْبِحِيْنَۙ (الصافات : ٣٧)
- wa-innakum
- وَإِنَّكُمْ
- And indeed you
- এবং নিশ্চয়ই তোমরা
- latamurrūna
- لَتَمُرُّونَ
- surely pass
- অবশ্যই আসা-যাওয়া করে থাকো
- ʿalayhim
- عَلَيْهِم
- by them
- তাদের (ধ্বংসপ্রাপ্ত এলাকার) উপর দিয়ে
- muṣ'biḥīna
- مُّصْبِحِينَ
- (in the) morning
- সকালে
Transliteration:
Wa innakum latamurroona 'alaihim musbiheen(QS. aṣ-Ṣāffāt:137)
English Sahih International:
And indeed, you pass by them in the morning (QS. As-Saffat, Ayah ১৩৭)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
তোমরা তো তাদের ধ্বংসপ্রাপ্ত বসতিগুলোর উপর দিয়ে অবশ্যই চলাচল কর সকালে (আস-সাফফাত, আয়াত ১৩৭)
Tafsir Ahsanul Bayaan
তোমরা তো ওদের ধ্বংসাবশেষগুলি অতিক্রম করে থাক সকালে
Tafsir Abu Bakr Zakaria
আর তোমরা তো তাদের ধ্বংসাবশেষগুলো অতিক্রম করে থাক সকালে।
Tafsir Bayaan Foundation
আর তোমরা নিশ্চয় তাদের (ধ্বংসাবশেষের) উপর দিয়ে অতিক্রম করে থাক সকালে-
Muhiuddin Khan
তোমরা তোমাদের ধ্বংস স্তুপের উপর দিয়ে গমন কর ভোর বেলায়
Zohurul Hoque
আর নিঃসন্দেহ তোমরা তো তাদের অতিক্রম করে থাক সকালবেলায়,