কুরআন মজীদ সূরা আস-সাফফাত আয়াত ১২৮
Qur'an Surah As-Saffat Verse 128
আস-সাফফাত [৩৭]: ১২৮ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
اِلَّا عِبَادَ اللّٰهِ الْمُخْلَصِيْنَ (الصافات : ٣٧)
- illā
- إِلَّا
- Except
- তবে (ব্যতিক্রম)
- ʿibāda
- عِبَادَ
- (the) slaves
- দাসরা
- l-lahi
- ٱللَّهِ
- (of) Allah
- আল্লাহর
- l-mukh'laṣīna
- ٱلْمُخْلَصِينَ
- the chosen ones
- (যারা) একনিষ্ঠ
Transliteration:
Illaa 'ibaadal laahil mukhlaseen(QS. aṣ-Ṣāffāt:128)
English Sahih International:
Except the chosen servants of Allah. (QS. As-Saffat, Ayah ১২৮)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
কিন্তু আল্লাহর একনিষ্ঠ বান্দাহদেরকে নয়। (আস-সাফফাত, আয়াত ১২৮)
Tafsir Ahsanul Bayaan
তবে আল্লাহর বিশুদ্ধচিত্ত দাসদের কথা স্বতন্ত্র।
Tafsir Abu Bakr Zakaria
তবে আল্লাহর একনিষ্ঠ বান্দাদের কথা স্বতন্ত্ৰ।
Tafsir Bayaan Foundation
আল্লাহর (আনুগত্যের জন্য) মনোনীত বান্দাগণ ছাড়া ।
Muhiuddin Khan
কিন্তু আল্লাহ তা’আলার খাঁটি বান্দাগণ নয়।
Zohurul Hoque
শুধু আল্লাহ্র একনিষ্ঠ বান্দাদের ব্যতীত।