কুরআন মজীদ সূরা আস-সাফফাত আয়াত ১১৮
Qur'an Surah As-Saffat Verse 118
আস-সাফফাত [৩৭]: ১১৮ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
وَهَدَيْنٰهُمَا الصِّرَاطَ الْمُسْتَقِيْمَۚ (الصافات : ٣٧)
- wahadaynāhumā
- وَهَدَيْنَٰهُمَا
- And We guided both of them
- এবং উভয়কে আমরা পরিচালিত করেছি
- l-ṣirāṭa
- ٱلصِّرَٰطَ
- (to) the Path
- পথে
- l-mus'taqīma
- ٱلْمُسْتَقِيمَ
- the Straight
- সরল সঠিক
Transliteration:
Wa hadainaahumus Siraatal Mustaqeem(QS. aṣ-Ṣāffāt:118)
English Sahih International:
And We guided them on the straight path. (QS. As-Saffat, Ayah ১১৮)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
আর তাদের উভয়কে সরল সঠিক পথে পরিচালিত করেছিলাম। (আস-সাফফাত, আয়াত ১১৮)
Tafsir Ahsanul Bayaan
তাদেরকে আমি সরল পথে পরিচালিত করেছিলাম।
Tafsir Abu Bakr Zakaria
আর উভয়কে আমরা পরিচালিত করেছিলাম সরল পথে।
Tafsir Bayaan Foundation
আর আমি দু’জনকেই সরল সঠিক পথে পরিচালিত করেছিলাম।
Muhiuddin Khan
এবং তাদেরকে সরল পথ প্রদর্শন করেছিলাম।
Zohurul Hoque
আর তাঁদের উভয়কে আমরা পরিচালিত করেছিলাম সরল-সঠিক পথে,