Skip to content

কুরআন মজীদ সূরা আস-সাফফাত আয়াত ১১৭

Qur'an Surah As-Saffat Verse 117

আস-সাফফাত [৩৭]: ১১৭ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

وَاٰتَيْنٰهُمَا الْكِتٰبَ الْمُسْتَبِيْنَ ۚ (الصافات : ٣٧)

waātaynāhumā
وَءَاتَيْنَٰهُمَا
And We gave both of them
এবং উভয়কে আমরা দিয়েছি
l-kitāba
ٱلْكِتَٰبَ
the Book
কিতাব
l-mus'tabīna
ٱلْمُسْتَبِينَ
the clear
স্পষ্ট

Transliteration:

Wa aatainaahumal Kitaabal mustabeen (QS. aṣ-Ṣāffāt:117)

English Sahih International:

And We gave them the explicit Scripture [i.e., the Torah], (QS. As-Saffat, Ayah ১১৭)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আমি উভয়কে দিয়েছিলাম সুস্পষ্ট কিতাব। (আস-সাফফাত, আয়াত ১১৭)

Tafsir Ahsanul Bayaan

আমি উভয়কে বিশদ গ্রন্থ দিয়েছিলাম।

Tafsir Abu Bakr Zakaria

আর আমরা উভয়কে দিয়েছিলাম বিশদ কিতাব [১]।

[১] কাতাদাহ বলেন, অর্থাৎ তাওরাত দিয়েছিলাম। যাতে হেদায়াত বর্ণিত ছিল, বিস্তারিত ও আহকামসমৃদ্ধ ছিল। [তাবারী।]

Tafsir Bayaan Foundation

আর আমি উভয়কে সুস্পষ্ট কিতাব দান করেছিলাম।

Muhiuddin Khan

আমি উভয়কে দিয়েছিলাম সুস্পষ্ট কিতাব।

Zohurul Hoque

আর তাঁদের উভয়কে আমরা দিয়েছিলাম এক স্পষ্ট গ্রন্থ,