Skip to content

কুরআন মজীদ সূরা আস-সাফফাত আয়াত ১১৬

Qur'an Surah As-Saffat Verse 116

আস-সাফফাত [৩৭]: ১১৬ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

وَنَصَرْنٰهُمْ فَكَانُوْا هُمُ الْغٰلِبِيْنَۚ (الصافات : ٣٧)

wanaṣarnāhum
وَنَصَرْنَٰهُمْ
And We helped them
এবং তাদেরকে আমরা সাহায্য করেছি
fakānū
فَكَانُوا۟
so they became
অতঃপর তারা হয়েছিলো
humu
هُمُ
so they became
তারাই
l-ghālibīna
ٱلْغَٰلِبِينَ
the victors
বিজয়ী

Transliteration:

Wa nasarnaahum fakaanoo humul ghaalibeen (QS. aṣ-Ṣāffāt:116)

English Sahih International:

And We supported them so it was they who overcame. (QS. As-Saffat, Ayah ১১৬)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আর আমি তাদেরকে সাহায্য করেছিলাম, যার ফলে তারাই বিজয়ী হয়েছিল। (আস-সাফফাত, আয়াত ১১৬)

Tafsir Ahsanul Bayaan

আমি সাহায্য করেছিলাম তাদেরকে, ফলে তারাই বিজয়ী হয়েছিল।


Tafsir Abu Bakr Zakaria

আর আমরা সাহায্য করেছিলাম তাদেরকে, ফলে তারাই হয়েছিল বিজয়ী।

Tafsir Bayaan Foundation

আর আমি তাদেরকে সাহায্য করেছিলাম, ফলে তারাই ছিল বিজয়ী।

Muhiuddin Khan

আমি তাদেরকে সাহায্য করেছিলাম, ফলে তারাই ছিল বিজয়ী।

Zohurul Hoque

আর আমরা তাঁদের সাহায্য করেছিলাম, সেজন্য তাঁরা খোদ বিজয়ী হয়েছিলেন।