কুরআন মজীদ সূরা আস-সাফফাত আয়াত ১০০
Qur'an Surah As-Saffat Verse 100
আস-সাফফাত [৩৭]: ১০০ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
رَبِّ هَبْ لِيْ مِنَ الصّٰلِحِيْنَ (الصافات : ٣٧)
- rabbi
- رَبِّ
- My Lord
- (সে দোয়া করলো) হে আমার রব
- hab
- هَبْ
- grant
- দাও
- lī
- لِى
- me
- আমাকে (সন্তান)
- mina
- مِنَ
- of
- মধ্য হ'তে
- l-ṣāliḥīna
- ٱلصَّٰلِحِينَ
- the righteous"
- সৎপরায়ণদের"
Transliteration:
Rabbi hab lee minas saaliheen(QS. aṣ-Ṣāffāt:100)
English Sahih International:
My Lord, grant me [a child] from among the righteous." (QS. As-Saffat, Ayah ১০০)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
হে আমার প্রতিপালক! তুমি আমাকে এক সৎকর্মশীল পুত্র সন্তান দান কর। (আস-সাফফাত, আয়াত ১০০)
Tafsir Ahsanul Bayaan
হে আমার প্রতিপালক! আমাকে সৎকর্মপরায়ণ সন্তান দান কর।’
Tafsir Abu Bakr Zakaria
'হে আমার রব! আমাকে এক সৎকর্মপরায়ণ সন্তান দান করুন।'
Tafsir Bayaan Foundation
‘হে আমার রব, আমাকে সৎকর্মশীল সন্তান দান করুন’।
Muhiuddin Khan
হে আমার পরওয়ারদেগার! আমাকে এক সৎপুত্র দান কর।
Zohurul Hoque
''আমার প্রভু! আমার জন্য সৎকর্মীদের থেকে দান করো।’’