কুরআন মজীদ সূরা আস-সাফফাত আয়াত ১
Qur'an Surah As-Saffat Verse 1
আস-সাফফাত [৩৭]: ১ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
وَالصّٰۤفّٰتِ صَفًّاۙ (الصافات : ٣٧)
- wal-ṣāfāti
- وَٱلصَّٰٓفَّٰتِ
- By those lined
- শপথ সারি বেঁধে দাঁড়ায় যারা
- ṣaffan
- صَفًّا
- (in) rows
- সারি সারি
Transliteration:
Wassaaaffaati saffaa(QS. aṣ-Ṣāffāt:1)
English Sahih International:
By those [angels] lined up in rows (QS. As-Saffat, Ayah ১)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
শপথ তাদের যারা সারিবদ্ধভাবে দাঁড়ানো, (আস-সাফফাত, আয়াত ১)
Tafsir Ahsanul Bayaan
তাদের শপথ যারা (যে ফিরিশতারা) সারিবদ্ধভাবে দন্ডায়মান।
Tafsir Abu Bakr Zakaria
শপথ তাদের যারা সারিবদ্ধভাবে দণ্ডায়মান [১]।
[১] কাতাদাহ বলেন, আল্লাহ্ তা'আলা তাঁর সৃষ্টির শপথ করেছেন, তারপর আরেক সৃষ্টির শপথ করেছেন, তারপর অপর সৃষ্টির শপথ করেছেন। এখানে কাতারবাদী দ্বারা ফেরেশতাদেরকে বুঝানো হয়েছে। যারা আকাশে কাতারবন্দী হয়ে আছেন। [তাবারী]
Tafsir Bayaan Foundation
কসম সারিবদ্ধ ফেরেশতাদের,
Muhiuddin Khan
শপথ তাদের যারা সারিবদ্ধ হয়ে দাঁড়ানো,
Zohurul Hoque
ভেবে দেখো তাদের যারা কাতারে কাতারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে,