কুরআন মজীদ সূরা ইয়াসীন আয়াত ৬৩
Qur'an Surah Ya-Sin Verse 63
ইয়াসীন [৩৬]: ৬৩ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
هٰذِهٖ جَهَنَّمُ الَّتِيْ كُنْتُمْ تُوْعَدُوْنَ (يس : ٣٦)
- hādhihi
- هَٰذِهِۦ
- This (is)
- এই সেই
- jahannamu
- جَهَنَّمُ
- (the) Hell
- জাহান্নাম
- allatī
- ٱلَّتِى
- which
- যার
- kuntum
- كُنتُمْ
- you were
- তোমাদের
- tūʿadūna
- تُوعَدُونَ
- promised
- প্রতিশ্রুতি দেয়া হয়েছিলো
Transliteration:
Haazihee Jahannamul latee kuntum too'adoon(QS. Yāʾ Sīn:63)
English Sahih International:
This is the Hellfire which you were promised. (QS. Ya-Sin, Ayah ৬৩)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
এটা সেই জাহান্নাম যে বিষয়ে তোমাদেরকে ভয় দেখানো হয়েছিল। (ইয়াসীন, আয়াত ৬৩)
Tafsir Ahsanul Bayaan
এটিই জাহান্নাম, যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল।
Tafsir Abu Bakr Zakaria
এটাই সে জাহান্নাম, যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল।
Tafsir Bayaan Foundation
এটি সেই জাহান্নাম যার সম্পর্কে তোমরা ওয়াদাপ্রাপ্ত হয়েছিলে।
Muhiuddin Khan
এই সে জাহান্নাম, যার ওয়াদা তোমাদেরকে দেয়া হতো।
Zohurul Hoque
''এটিই হচ্ছে জাহান্নাম যে-সন্বন্ধে তোমাদের ওয়াদা করা হয়েছিল।