Skip to content

কুরআন মজীদ সূরা ইয়াসীন আয়াত ৪১

Qur'an Surah Ya-Sin Verse 41

ইয়াসীন [৩৬]: ৪১ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

وَاٰيَةٌ لَّهُمْ اَنَّا حَمَلْنَا ذُرِّيَّتَهُمْ فِى الْفُلْكِ الْمَشْحُوْنِۙ (يس : ٣٦)

waāyatun
وَءَايَةٌ
And a Sign
এবং একটি নিদর্শন
lahum
لَّهُمْ
for them
তাদের জন্যে
annā
أَنَّا
(is) that
(এও) যে আমরা
ḥamalnā
حَمَلْنَا
We carried
আমরা আরোহণ করিয়েছি
dhurriyyatahum
ذُرِّيَّتَهُمْ
their offspring
তাদের বংশধরদেরকে
فِى
in
মধ্যে
l-ful'ki
ٱلْفُلْكِ
the ship
জাহাজের
l-mashḥūni
ٱلْمَشْحُونِ
laden
বোঝাই

Transliteration:

Wa Aayatul lahum annaa hamalnaa zurriyatahum fil fulkil mashhoon (QS. Yāʾ Sīn:41)

English Sahih International:

And a sign for them is that We carried their forefathers in a laden ship. (QS. Ya-Sin, Ayah ৪১)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তাদের জন্য (আমার কুদরাতের) আরো একটি নিদর্শন এই যে, আমি তাদের বংশধরদেরকে (মহা প্লাবণের সময়) ভরা নৌকায় আরোহণ করিয়েছি। (ইয়াসীন, আয়াত ৪১)

Tafsir Ahsanul Bayaan

ওদের জন্য এক নিদর্শন এই যে, আমি ওদের বংশধরদেরকে বোঝাই জলযানে আরোহণ করিয়েছিলাম; [১]

[১] এই আয়াতে আল্লাহ তাআলা নিজের অনুগ্রহের কথা প্রকাশ করছেন যে, তিনি তোমাদের জন্য সমুদ্রে নৌকাসমূহ (জাহাজ) চলাচল সহজ করে দিয়েছেন, এমনকি তোমরা নিজেদের সাথে ভরা জাহাজে আপন সন্তান-সন্ততিকেও নিয়ে যাও। দ্বিতীয় অর্থ এও করা হয়েছে যে, ذُرِّيَّةٌ (বংশধর) বলতে উদ্দেশ্য হল পিতৃপুরুষদের বংশধর এবং 'বোঝাই জলযান' বলতে নূহ (আঃ)-এর জাহাজকে ধরা হয়েছে। অর্থাৎ নূহ (আঃ)-এর জাহাজে যে সকল লোকদেরকে উঠানো হয়েছিল, পরে তাদের থেকেই মানুষের বংশ বৃদ্ধি হয়েছে। সত্যপক্ষে মনুষ্য-বংশের পিতৃপুরুষ তাতে সওয়ার ছিল।

Tafsir Abu Bakr Zakaria

আর তাদের জন্য নিদর্শন এই যে, আমরা তাদের বংশধরদেরকে বোঝাই নৌযানে আহরণ করিয়েছিলাম [১];

[১] এখানে الفُلك দ্বারা নূহ আলাইহিস সালাম এর নৌকাকে উদ্দেশ্য করা হয়েছে। [ইবন কাসীর, কুরতুবী]

Tafsir Bayaan Foundation

আর তাদের জন্য একটি নিদর্শন হল, অবশ্যই আমি তাদের বংশধরদেরকে ভরা নৌকায় আরোহণ করিয়েছিলাম।

Muhiuddin Khan

তাদের জন্যে একটি নিদর্শন এই যে, আমি তাদের সন্তান-সন্ততিকে বোঝাই নৌকায় আরোহণ করিয়েছি।

Zohurul Hoque

আর তাদের জন্য একটি নিদর্শন হচ্ছে এই যে আমরা তাদের সন্তান-সন্ততিকে বহন করি বোঝাই করা জাহাজে, --