Skip to content

কুরআন মজীদ সূরা ইয়াসীন আয়াত ৪

Qur'an Surah Ya-Sin Verse 4

ইয়াসীন [৩৬]: ৪ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

عَلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍۗ (يس : ٣٦)

ʿalā
عَلَىٰ
On
(তুমি প্রতিষ্ঠিত) উপর
ṣirāṭin
صِرَٰطٍ
a Path
পথের
mus'taqīmin
مُّسْتَقِيمٍ
straight
সরল সঠিক

Transliteration:

'Alaa Siraatim Mustaqeem (QS. Yāʾ Sīn:4)

English Sahih International:

On a straight path. (QS. Ya-Sin, Ayah ৪)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তুমি সরল সঠিক পথে প্রতিষ্ঠিত। (ইয়াসীন, আয়াত ৪)

Tafsir Ahsanul Bayaan

তুমি সরলপথে প্রতিষ্ঠিত, [১]

[১] এটা 'إِنَّكَ -র দ্বিতীয় খবর। অর্থাৎ নবী (সাঃ) সেই পথে আছেন, যে পথে তাঁর পূর্ববর্তী পয়গম্বর ছিলেন। অথবা তিনি এমন সরল ও সঠিক পথে আছেন, যা তাঁকে অভীষ্ট গন্তব্যস্থল (জান্নাতে) পৌঁছাবে।

Tafsir Abu Bakr Zakaria

সরল পথের উপর প্রতিষ্ঠিত।

Tafsir Bayaan Foundation

সরল পথের উপর প্রতিষ্ঠিত।

Muhiuddin Khan

সরল পথে প্রতিষ্ঠিত।

Zohurul Hoque

সহজ-সঠিক পথে অধিষ্ঠিত রয়েছে।