Skip to content

কুরআন মজীদ সূরা ইয়াসীন আয়াত ৩৯

Qur'an Surah Ya-Sin Verse 39

ইয়াসীন [৩৬]: ৩৯ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

وَالْقَمَرَ قَدَّرْنٰهُ مَنَازِلَ حَتّٰى عَادَ كَالْعُرْجُوْنِ الْقَدِيْمِ (يس : ٣٦)

wal-qamara
وَٱلْقَمَرَ
And the moon -
এবং চাঁদকে
qaddarnāhu
قَدَّرْنَٰهُ
We have ordained for it
তার আমরা নির্দিষ্ট করেছি
manāzila
مَنَازِلَ
phases
বিভিন্ন কক্ষপথ (যার উপর চলে)
ḥattā
حَتَّىٰ
until
অবশেষে
ʿāda
عَادَ
it returns
সে ফিরে আসে
kal-ʿur'jūni
كَٱلْعُرْجُونِ
like the date stalk
খেজুর শাখার মতো
l-qadīmi
ٱلْقَدِيمِ
the old
(এমন যা শুষ্ক) পুরান

Transliteration:

Walqamara qaddarnaahu manaazila hattaa 'aada kal'ur joonil qadeem (QS. Yāʾ Sīn:39)

English Sahih International:

And the moon – We have determined for it phases, until it returns [appearing] like the old date stalk. (QS. Ya-Sin, Ayah ৩৯)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আর চাঁদ-তার জন্য আমি নির্দিষ্ট করেছি বিভিন্ন মান্যিল (যা সে অতিক্রম করে), এমনকি শেষ পর্যন্ত সেটি খেজুরের কাঁদির পুরানো শুকনো দন্ডের মত হয়ে ফিরে আসে। (ইয়াসীন, আয়াত ৩৯)

Tafsir Ahsanul Bayaan

এবং চন্দ্রের জন্য আমি বিভিন্ন কক্ষ নির্দিষ্ট করেছি;[১] অবশেষে তা পুরাতন খেজুর মোছার ডাঁটার আকার ধারণ করে। [২]

[১] চাঁদের ২৮টি কক্ষপথ আছে। প্রত্যহ একটি করে কক্ষপথ অতিক্রম করে। অতঃপর দুই রাত্রি অদৃশ্য থেকে তৃতীয় রাত্রে বের হয়ে আসে।

[২] অর্থাৎ, যখন শেষ কক্ষে পৌঁছে যায়, তখন একেবারে সরু হয়ে যায়; যেমন খেজুরের পুরাতন মোছার ডাঁটা, যা শুকিয়ে বাঁকা হয়ে যায়। চাঁদের এই বৃদ্ধি-হ্রাসযুক্ত পরিভ্রমণ দ্বারা পৃথিবীতে বসবাসকারী মানুষ নিজেদের দিন, মাস ও বছরের হিসাব এবং ইবাদতের সময় নির্ণয় করে থাকে।

Tafsir Abu Bakr Zakaria

আর চাঁদের জন্য নির্দিষ্ট করেছি বিভিন্ন মন্‌যিল; অবশেষে সেটা শুষ্ক বাঁকা, পুরোনো খেজুর শাখার আকারে ফিরে যায়।

Tafsir Bayaan Foundation

আর চাঁদের জন্য আমি নির্ধারণ করেছি মানযিলসমূহ, অবশেষে সেটি খেজুরের শুষ্ক পুরাতন শাখার মত হয়ে যায়।

Muhiuddin Khan

চন্দ্রের জন্যে আমি বিভিন্ন মনযিল নির্ধারিত করেছি। অবশেষে সে পুরাতন খর্জুর শাখার অনুরূপ হয়ে যায়।

Zohurul Hoque

আর চন্দ্রের বেলা -- আমরা এর জন্য বিধান করেছি বিভিন্ন অবস্থান, শেষপর্যন্ত তা শুকনো পুরোনো খেজুরবৃন্তের ন্যায় হয়ে যায়।