Skip to content

কুরআন মজীদ সূরা ইয়াসীন আয়াত ২৯

Qur'an Surah Ya-Sin Verse 29

ইয়াসীন [৩৬]: ২৯ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

اِنْ كَانَتْ اِلَّا صَيْحَةً وَّاحِدَةً فَاِذَا هُمْ خَامِدُوْنَ (يس : ٣٦)

in
إِن
Not
না
kānat
كَانَتْ
it was
ছিলো
illā
إِلَّا
but
এছাড়া
ṣayḥatan
صَيْحَةً
a shout
মহাগর্জন
wāḥidatan
وَٰحِدَةً
one
একটি মাত্র
fa-idhā
فَإِذَا
then behold!
তখন
hum
هُمْ
They
তারা
khāmidūna
خَٰمِدُونَ
(were) extinguished
নিথর নিস্তব্ধ হয়ে গেলো

Transliteration:

In kaanat illaa saihatanw waahidatan fa-izaa hum khaamidoon (QS. Yāʾ Sīn:29)

English Sahih International:

It was not but one shout, and immediately they were extinguished. (QS. Ya-Sin, Ayah ২৯)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

ওটা ছিল মাত্র একটা প্রচন্ড শব্দ, ফলে তারা সহসাই নিস্তব্ধ হয়ে গেল। (ইয়াসীন, আয়াত ২৯)

Tafsir Ahsanul Bayaan

কেবলমাত্র এক মহাগর্জন হল। ফলে ওরা নিথর-নিস্তব্ধ হয়ে গেল। [১]

[১] বলা হয়েছে যে, জিবরীল (আঃ) একটি হুঙ্কার দিয়েছিলেন, যাতে সকলের শরীর থেকে প্রাণ বের হয়ে গিয়েছিল এবং তারা নিভানো আগুনের মত স্তিমিত হয়ে গিয়েছিল। জীবন যেন এক প্রজ্বলিত অগ্নিশিখা। আর মৃত্যু হল তা নিভে ভষ্মে পরিণত হওয়া।

Tafsir Abu Bakr Zakaria

সেটা ছিল শুধুমাত্র এক বিকট শব্দ। ফলে তারা নিথর নিস্তব্ধ হয়ে গেল।

Tafsir Bayaan Foundation

তা ছিল শুধুই একটি বিকট আওয়াজ, ফলে তারা নিথর-নিস্তব্ধ হয়ে পড়ল।

Muhiuddin Khan

বস্তুতঃ এ ছিল এক মহানাদ। অতঃপর সঙ্গে সঙ্গে সবাই স্তদ্ধ হয়ে গেল।

Zohurul Hoque

এটি অবশ্য একটিমাত্র মহাগর্জন বৈ তো নয়, তখন দেখো, তারা নিথরদেহী হয়ে গেল!