Skip to content

কুরআন মজীদ সূরা ইয়াসীন আয়াত ২

Qur'an Surah Ya-Sin Verse 2

ইয়াসীন [৩৬]: ২ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

وَالْقُرْاٰنِ الْحَكِيْمِۙ (يس : ٣٦)

wal-qur'āni
وَٱلْقُرْءَانِ
By the Quran
শপথ কুরআনের (যা)
l-ḥakīmi
ٱلْحَكِيمِ
the Wise
জ্ঞানময় (বিজ্ঞানময়)।

Transliteration:

Wal-Qur-aanil-Hakeem (QS. Yāʾ Sīn:2)

English Sahih International:

By the wise Quran, (QS. Ya-Sin, Ayah ২)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

শপথ হিকমতপূর্ণ কুরআনের। (ইয়াসীন, আয়াত ২)

Tafsir Ahsanul Bayaan

জ্ঞানগর্ভ কুরআনের শপথ, [১]

[১] অথবা এর অর্থ, সুবিন্যস্ত কুরআনের, যা শব্দছন্দ ও অর্থের দিক থেকে সুবিন্যস্ত ও মজবুত। وَ শপথের জন্য ব্যবহার করা হয়েছে শপথের জওয়াব পরবর্তী আয়াতে।

Tafsir Abu Bakr Zakaria

শপথ প্রজ্ঞাময় কুরআনের,

Tafsir Bayaan Foundation

বিজ্ঞানময় কুরআনের শপথ।

Muhiuddin Khan

প্রজ্ঞাময় কোরআনের কসম।

Zohurul Hoque

জ্ঞানগর্ভ কুরআনের শপথ, --