Skip to content

কুরআন মজীদ সূরা ইয়াসীন আয়াত ১৯

Qur'an Surah Ya-Sin Verse 19

ইয়াসীন [৩৬]: ১৯ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

قَالُوْا طَاۤىِٕرُكُمْ مَّعَكُمْۗ اَىِٕنْ ذُكِّرْتُمْۗ بَلْ اَنْتُمْ قَوْمٌ مُّسْرِفُوْنَ (يس : ٣٦)

qālū
قَالُوا۟
They said
(রাসূলগণ) বললেন
ṭāirukum
طَٰٓئِرُكُم
"Your evil omen
"তোমাদের অমঙ্গলের (কারণ)
maʿakum
مَّعَكُمْۚ
(be) with you!
তোমাদের সাথে
a-in
أَئِن
Is it because
(এসব বলছো) কি
dhukkir'tum
ذُكِّرْتُمۚ
you are admonished?
তোমাদের উপদেশ দেওয়া হয়েছে
bal
بَلْ
Nay
বরং
antum
أَنتُمْ
you
তোমরা
qawmun
قَوْمٌ
(are) a people
সম্প্রদায়
mus'rifūna
مُّسْرِفُونَ
transgressing"
সীমালঙ্ঘনকারী"

Transliteration:

Qaaloo taaa'irukum ma'akum; a'in zukkirtum; bal antum qawmum musrifoon (QS. Yāʾ Sīn:19)

English Sahih International:

They said, "Your omen [i.e., fate] is with yourselves. Is it because you were reminded? Rather, you are a transgressing people." (QS. Ya-Sin, Ayah ১৯)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

রসূলগণ বলল- তোমাদের অমঙ্গলের কারণ তোমাদের সাথেই আছে (আর তা হল তোমাদের অপকর্ম)। তোমাদেরকে নসীহত করা হলেই কি (সেটাকে তোমরা তোমাদের অমঙ্গলের কারণ মনে কর)? আসলে তোমরা হচ্ছ এক সীমালঙ্ঘনকারী জাতি। (ইয়াসীন, আয়াত ১৯)

Tafsir Ahsanul Bayaan

তারা বলল, ‘তোমাদের অমঙ্গল তোমাদের সঙ্গেই।[১] এ কি এ জন্য যে, তোমাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে? বরং তোমরা এক সীমালংঘনকারী সম্প্রদায়।’

[১] অর্থাৎ, ওটা তো তোমাদের স্বকৃত পাপকর্মের ফল, যা তোমাদের সঙ্গেই আছে, আমাদের সঙ্গে নয়।

Tafsir Abu Bakr Zakaria

তারা বললেন, তোমাদের অমঙ্গল তোমাদেরই সাথে [১]; এটা কি এজন্যে যে, তোমাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে [২]? বরং তোমরা এক সীমালঙ্ঘনকারী সম্প্রদায়।

[১] যেমন অন্য আয়াতে বলা হয়েছে, “প্রত্যেক ব্যক্তির কল্যাণ ও অকল্যাণের পরোয়ানা আমি তার গলায় ঝুলিয়ে দিয়েছি।” [সূরা আল-ইসরা;১৩]

[২] অর্থাৎ তোমাদেরকে আল্লাহ সম্পপর্কে উপদেশ দেয়াতে, আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়াতেই কি তোমরা আমাদের অলক্ষুণে মনে করছ? তোমরা তো সীমালঙ্ঘনকারী সম্প্রদায়। [তাবারী]

Tafsir Bayaan Foundation

তারা বলল, তোমাদের অমঙ্গলের কারণ তোমাদের সাথেই। তোমাদেরকে উপদেশ দেয়া হয়েছে বলেই কি এরূপ বলছ? বরং তোমরা সীমালঙ্ঘনকারী কওম’।

Muhiuddin Khan

রসূলগণ বলল, তোমাদের অকল্যাণ তোমাদের সাথেই! এটা কি এজন্যে যে, আমরা তোমাদেরকে সদুপদেশ দিয়েছি? বস্তুতঃ তোমরা সীমা লংঘনকারী সম্প্রদায় বৈ নও।

Zohurul Hoque

তাঁরা বললেন, ''তোমাদের পাখিগুলো তোমাদের সঙ্গেই রয়েছে। তোমাদের তো স্মরণ করিয়ে দেয়া হয়েছে! বস্তুতঃ তোমরা হচ্ছ অমিতাচারী জাতি।