কুরআন মজীদ সূরা ইয়াসীন আয়াত ১১
Qur'an Surah Ya-Sin Verse 11
ইয়াসীন [৩৬]: ১১ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
اِنَّمَا تُنْذِرُ مَنِ اتَّبَعَ الذِّكْرَ وَخَشِيَ الرَّحْمٰنَ بِالْغَيْبِۚ فَبَشِّرْهُ بِمَغْفِرَةٍ وَّاَجْرٍ كَرِيْمٍ (يس : ٣٦)
- innamā
- إِنَّمَا
- Only
- প্রকৃতপক্ষে
- tundhiru
- تُنذِرُ
- you (can) warn
- সতর্ক করো তুমি
- mani
- مَنِ
- (him) who
- (তাকে) যে
- ittabaʿa
- ٱتَّبَعَ
- follows
- মেনে চলে
- l-dhik'ra
- ٱلذِّكْرَ
- the Reminder
- উপদেশ
- wakhashiya
- وَخَشِىَ
- and fears
- ও ভয় করে
- l-raḥmāna
- ٱلرَّحْمَٰنَ
- the Most Gracious
- দয়াময়কে
- bil-ghaybi
- بِٱلْغَيْبِۖ
- in the unseen
- না দেখা অবস্থায়
- fabashir'hu
- فَبَشِّرْهُ
- So give him glad tidings
- তাকে সুতরাং দাও সুসংবাদ
- bimaghfiratin
- بِمَغْفِرَةٍ
- of forgiveness
- ক্ষমার
- wa-ajrin
- وَأَجْرٍ
- and a reward
- ও প্রতিফলের
- karīmin
- كَرِيمٍ
- noble
- সম্মানজনক
Transliteration:
Innamaa tunziru manit taba 'az-Zikra wa khashiyar Rahmaana bilghaib, fabashshirhu bimaghfiratinw-wa ajrin kareem(QS. Yāʾ Sīn:11)
English Sahih International:
You can only warn one who follows the message and fears the Most Merciful unseen. So give him good tidings of forgiveness and noble reward. (QS. Ya-Sin, Ayah ১১)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
তুমি তো সতর্ক কেবল তাকেই করতে পার যে লোক উপদেশ মেনে চলে আর দয়াময় (আল্লাহ)-কে না দেখেও ভয় করে। অতঃপর এদেরকে তুমি ক্ষমা ও সম্মানজনক পুরস্কারের সুসংবাদ দাও। (ইয়াসীন, আয়াত ১১)
Tafsir Ahsanul Bayaan
তুমি কেবল তাদেরকে সতর্ক করতে পার[১] যারা উপদেশ মেনে চলে এবং না দেখে পরম দয়াময়কে ভয় করে। অতএব তাদেরকে তুমি ক্ষমা ও সম্মানজনক পুরস্কারের সুসংবাদ দাও।
[১] অর্থাৎ, ভীতি প্রদর্শন ও সতর্কীকরণ শুধু তাদের উপকারে আসে।
Tafsir Abu Bakr Zakaria
আপনি শুধু তাদেরকেই সতর্ক করতে পারেন যে 'যিকর' এর অনুসরণ করে [১] এবং গায়েবের সাথে রহকমানকে ভয় করে। অতএব তাকে আপনি ক্ষমা ও সম্মানজনক পুরস্কারের সুসংবাদ দিন।
[১] কাতাদাহ বলেন, এখানে যিকর বলে কুরআন বোঝানো হয়েছে। আর যিকরের অনুসরণ বলে কুরআনের অনুসরণ বোঝানো হয়েছে। [তাবারী]
Tafsir Bayaan Foundation
তুমি তো কেবল তাকেই সতর্ক করবে যে উপদেশ মেনে চলে এবং না দেখেও পরম করুণাময় আল্লাহকে ভয় করে। অতএব তাকে তুমি ক্ষমা ও সম্মানজনক পুরস্কারের সুসংবাদ দাও।
Muhiuddin Khan
আপনি কেবল তাদেরকেই সতর্ক করতে পারেন, যারা উপদেশ অনুসরণ করে এবং দয়াময় আল্লাহকে না দেখে ভয় করে। অতএব আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দিন ক্ষমা ও সম্মানজনক পুরস্কারের।
Zohurul Hoque
নিঃসন্দেহ তুমি তো সতর্ক করতে পার তাকে যে উপদেশ অনুসরণ করে চলে, আর পরম করুণাময়কে নিভৃতে ভয় করে। সুতরাং তাকে তুমি সুসংবাদ দাও পরিত্রাণের এবং এক মহান প্রতিদানের।