কুরআন মজীদ সূরা ফাতির আয়াত ২১
Qur'an Surah Fatir Verse 21
ফাতির [৩৫]: ২১ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
وَلَا الظِّلُّ وَلَا الْحَرُوْرُۚ (فاطر : ٣٥)
- walā
- وَلَا
- And not
- এবং না
- l-ẓilu
- ٱلظِّلُّ
- the shade
- ছায়া
- walā
- وَلَا
- and not
- আর না
- l-ḥarūru
- ٱلْحَرُورُ
- the heat
- রৌদ্র
Transliteration:
Wa laz zillu wa lal haroor(QS. Fāṭir:21)
English Sahih International:
Nor are the shade and the heat, (QS. Fatir, Ayah ২১)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
আর ছায়া ও রোদও (সমান নয়)। (ফাতির, আয়াত ২১)
Tafsir Ahsanul Bayaan
সমান নয় ছায়া ও রৌদ্র [১]
[১] এটা প্রতিদান ও শাস্তি বা জান্নাত ও জাহান্নামের উদাহরণ।
Tafsir Abu Bakr Zakaria
আর না ছায়া ও রোদ,
Tafsir Bayaan Foundation
আর সমান নয় ছায়া ও রৌদ্র,
Muhiuddin Khan
সমান নয় ছায়া ও তপ্তরোদ।
Zohurul Hoque
আর ছায়া ও উত্তপ্ত নৈশ-বায়ুপ্রবাহও নয়।