Skip to content

কুরআন মজীদ সূরা আল আহযাব আয়াত ৬৫

Qur'an Surah Al-Ahzab Verse 65

আল আহযাব [৩৩]: ৬৫ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

خٰلِدِيْنَ فِيْهَآ اَبَدًاۚ لَا يَجِدُوْنَ وَلِيًّا وَّلَا نَصِيْرًا ۚ (الأحزاب : ٣٣)

khālidīna
خَٰلِدِينَ
Abiding
তারা স্থায়ীভাবে থাকবে
fīhā
فِيهَآ
therein
মধ্যে তার
abadan
أَبَدًاۖ
forever
চিরকাল
لَّا
not
না
yajidūna
يَجِدُونَ
they will find
তারা পাবে
waliyyan
وَلِيًّا
any protector
কোনো অভিভাবক
walā
وَلَا
and not
আর না
naṣīran
نَصِيرًا
any helper
কোনো সাহায্যকারী

Transliteration:

Khaalideena feehaaa abadaa, laa yajidoona waliyyanw wa laa naseeraa (QS. al-ʾAḥzāb:65)

English Sahih International:

Abiding therein forever, they will not find a protector or a helper. (QS. Al-Ahzab, Ayah ৬৫)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তাতে তারা চিরকাল থাকবে, তারা না পাবে কোন অভিভাবক, আর না পাবে কোন সাহায্যকারী। (আল আহযাব, আয়াত ৬৫)

Tafsir Ahsanul Bayaan

যেখানে ওরা চিরকালের জন্য স্থায়ী হবে। ওরা কোন অভিভাবক ও সাহায্যকারী পাবে না।

Tafsir Abu Bakr Zakaria

সেখানে তারা চিরস্থায়ী হবে এবং তারা কোন অভিভাবক পাবে না, কোন সাহায্যকারীও নয়।

Tafsir Bayaan Foundation

সেখানে তারা চিরস্থায়ী হবে। তারা না পাবে কোন অভিভাবক এবং না কোন সাহায্যকারী।

Muhiuddin Khan

তথায় তারা অনন্তকাল থাকবে এবং কোন অভিভাবক ও সাহায্যকারী পাবে না।

Zohurul Hoque

যাতে তারা থাকবে সুদীর্ঘকাল, তারা পাবে না কোনো অভিভাবক, আর না কোনো সহায়ক।