Skip to content

কুরআন মজীদ সূরা আল আহযাব আয়াত ১২

Qur'an Surah Al-Ahzab Verse 12

আল আহযাব [৩৩]: ১২ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

وَاِذْ يَقُوْلُ الْمُنٰفِقُوْنَ وَالَّذِيْنَ فِيْ قُلُوْبِهِمْ مَّرَضٌ مَّا وَعَدَنَا اللّٰهُ وَرَسُوْلُهٗٓ اِلَّا غُرُوْرًا (الأحزاب : ٣٣)

wa-idh
وَإِذْ
And when
এবং যখন
yaqūlu
يَقُولُ
said
বলেছিলো
l-munāfiqūna
ٱلْمُنَٰفِقُونَ
the hypocrites
মুনাফিকরা
wa-alladhīna
وَٱلَّذِينَ
and those
ও যাদের
فِى
in
মধ্যে
qulūbihim
قُلُوبِهِم
their hearts
অন্তরসমূহের তাদের
maraḍun
مَّرَضٌ
(was) a disease
রোগ (ছিলো)
مَّا
"Not
"না
waʿadanā
وَعَدَنَا
Allah promised us
প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের
l-lahu
ٱللَّهُ
Allah promised us
আল্লাহ
warasūluhu
وَرَسُولُهُۥٓ
and His messenger
ও রাসূল তাঁর
illā
إِلَّا
except
ছাড়া
ghurūran
غُرُورًا
delusion"
প্রতারণা"

Transliteration:

Wa iz yaqoolul munaafiqoona wallazeena fee quloobihim maradum maa wa'adanal laahu wa Rasooluhooo illaa ghurooraa (QS. al-ʾAḥzāb:12)

English Sahih International:

And [remember] when the hypocrites and those in whose hearts is disease said, "Allah and His Messenger did not promise us except delusion," (QS. Al-Ahzab, Ayah ১২)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আর স্মরণ কর, যখন মুনাফিকরা এবং যাদের অন্তরে রোগ আছে তারা বলছিল- আল্লাহ ও তাঁর রসূল আমাদেরকে যে ওয়া‘দা দিয়েছেন তা ধোঁকা ছাড়া আর কিছুই নয়। (আল আহযাব, আয়াত ১২)

Tafsir Ahsanul Bayaan

এবং যখন মুনাফিক (কপটচারি)গণ এবং যাদের অন্তরে ব্যাধি ছিল তারা বলছিল, ‘আল্লাহ এবং তাঁর রসূল আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা প্রতারণা বৈ কিছুই নয়।’[১]

[১] অর্থাৎ, আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্যের ওয়াদা একটা ধোঁকাবাজি ছিল। প্রায় সত্তর জন মুনাফিক ছিল, যাদের মনের কথা মুখে প্রকাশ হয়ে পড়ে।

Tafsir Abu Bakr Zakaria

আর স্মরণ কর, যখন মুনাফিকরা ও যাদের অন্তরে ছিল ব্যাধি, তারা বলছিল, 'আল্লাহ্ এবং তাঁর রাসূল আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা প্রতারণা ছাড়া কিছু নয়।’

Tafsir Bayaan Foundation

আর স্মরণ কর, যখন মুনাফিকরা ও যাদের অন্তরে ব্যাধি ছিল তারা বলছিল, ‘আল্লাহ ও তার রাসূল আমাদেরকে যে ওয়াদা দিয়েছিলেন তা প্রতারণা ছাড়া আর কিছুই নয়’।

Muhiuddin Khan

এবং যখন মুনাফিক ও যাদের অন্তরে রোগ ছিল তারা বলছিল, আমাদেরকে প্রদত্ত আল্লাহ ও রসূলের প্রতিশ্রুতি প্রতারণা বৈ নয়।

Zohurul Hoque

আর স্মরণ করো! মুনাফিকরা ও যাদের হৃদয়ে ব্যাধি রয়েছে তারা বলছিল -- ''আল্লাহ্ ও তাঁর রসূল আমাদের কাছে প্রতারণা করা ছাড়া অন্য ওয়াদা করেন নি।’’