কুরআন মজীদ সূরা সেজদাহ আয়াত ৭
Qur'an Surah As-Sajdah Verse 7
সেজদাহ [৩২]: ৭ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
الَّذِيْٓ اَحْسَنَ كُلَّ شَيْءٍ خَلَقَهٗ وَبَدَاَ خَلْقَ الْاِنْسَانِ مِنْ طِيْنٍ (السجدة : ٣٢)
- alladhī
- ٱلَّذِىٓ
- The One Who
- যিনি
- aḥsana
- أَحْسَنَ
- made good
- অতি উত্তম করেছেন
- kulla
- كُلَّ
- every
- প্রত্যেক
- shayin
- شَىْءٍ
- thing
- বস্তকে
- khalaqahu
- خَلَقَهُۥۖ
- He created
- তিনি সৃষ্টি করেছেন তা
- wabada-a
- وَبَدَأَ
- and He began
- এবং সূচনা করেছেন
- khalqa
- خَلْقَ
- (the) creation
- সৃষ্টি
- l-insāni
- ٱلْإِنسَٰنِ
- (of) man
- মানুষের
- min
- مِن
- from
- থেকে
- ṭīnin
- طِينٍ
- clay
- কাদামাটি
Transliteration:
Allazee ahsana kulla shai in khalaqa; wa bada a khalqal insaani min teen(QS. as-Sajdah:7)
English Sahih International:
Who perfected everything which He created and began the creation of man from clay. (QS. As-Sajdah, Ayah ৭)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
যিনি সব কিছুকে উত্তমরূপে সৃষ্টি করেছেন, আর মানুষ সৃষ্টির সূচনা করেছেন মাটি থেকে। (সেজদাহ, আয়াত ৭)
Tafsir Ahsanul Bayaan
যিনি তাঁর প্রত্যেকটি সৃষ্টিকে উত্তমরূপে সৃজন করেছেন[১] এবং মাটি হতে মানব-সৃষ্টির সূচনা করেছেন।[২]
[১] অর্থাৎ, যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, তা যেহেতু আল্লাহর হিকমত ও ইচ্ছা অনুযায়ী সেহেতু প্রতিটি বস্তুতেই এক বিশেষ সৌন্দর্য ও উৎকৃষ্টতা আছে। বলা বাহুল্য, তাঁর সৃষ্টির সকল জিনিসই সুন্দর। অনেকে أَحسَنَ শব্দটিকে أَتقَنَ ও أحكَمَ এর অর্থে ব্যবহার করেছেন। অর্থাৎ তিনি যাবতীয় বস্তুকে সুনিপুণ ও মজবুত করে সৃষ্টি করেছেন। অনেকে তাকে أَلهَمَ এর অর্থে মনে করেছেন। অর্থাৎ যাবতীয় সৃষ্টিকে তার প্রয়োজনীয় জিনিসের ইলহাম (জ্ঞানসঞ্চার) করেছেন।
[২] অর্থাৎ, সর্বপ্রথম মানুষ আদম (আঃ)-কে মাটি দ্বারা সৃষ্টি করেছেন যাঁর নিকট থেকে মানব জন্মের সূচনা হয়েছে এবং তাঁর স্ত্রী হাওয়াকে তাঁর বাম পার্শেবর অস্থি থেকে সৃষ্টি করেছেন; তা হাদীস দ্বারা বুঝা যায়।
Tafsir Abu Bakr Zakaria
যিনি তাঁর প্রত্যেকটি সৃষ্টিকে সৃজন করেছেন উত্তমরূপে [১] এবং কাদা হতে মানব সৃষ্টির সূচনা করেছেন।
[১] অর্থাৎ তিনি যেভাবে সৃষ্টি করেছেন সেটাই উত্তম ও সুন্দর। [তাবারী] মুজাহিদ বলেন, তিনি প্রতিটি বস্তুর সৃষ্টি অত্যন্ত মজবুত ও নৈপুণ্য সহকারে সম্পন্ন করেছেন। [আত-তাফসীরুস সহীহ]
Tafsir Bayaan Foundation
যিনি তাঁর প্রতিটি সৃষ্টিকে সুন্দর করে সৃষ্টি করেছেন এবং কাদা মাটি থেকে মানুষ সৃষ্টির সূচনা করেছেন।
Muhiuddin Khan
যিনি তাঁর প্রত্যেকটি সৃষ্টিকে সুন্দর করেছেন এবং কাদামাটি থেকে মানব সৃষ্টির সূচনা করেছেন।
Zohurul Hoque
যিনি সুন্দর করেছেন প্রত্যেকটি জিনিস যা তিনি সৃষ্টি করেছেন, আর তিনি মানুষ সৃষ্টির সূচনা করেছেন কাদা থেকে।