Skip to content

কুরআন মজীদ সূরা সেজদাহ আয়াত ১৮

Qur'an Surah As-Sajdah Verse 18

সেজদাহ [৩২]: ১৮ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

اَفَمَنْ كَانَ مُؤْمِنًا كَمَنْ كَانَ فَاسِقًاۗ لَا يَسْتَوٗنَ (السجدة : ٣٢)

afaman
أَفَمَن
Then is one who
কি তবে যে
kāna
كَانَ
is
হবে
mu'minan
مُؤْمِنًا
a believer
মু'মিন
kaman
كَمَن
like (him) who
(সে কি তার) মতো যে
kāna
كَانَ
is
হয়
fāsiqan
فَاسِقًاۚ
defiantly disobedient?
সত্যত্যাগী (দুষ্কৃতিকারী)
لَّا
Not
না
yastawūna
يَسْتَوُۥنَ
they are equal
তারা সমান হতে পারে

Transliteration:

Afaman kaana mu'minan kaman kaana faasiqaa; laa yasta woon (QS. as-Sajdah:18)

English Sahih International:

Then is one who was a believer like one who was defiantly disobedient? They are not equal. (QS. As-Sajdah, Ayah ১৮)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তবে কি, মু’মিন ব্যক্তি পাপাচারীর ন্যায় (হতে পারে)? তারা সমান নয়। (সেজদাহ, আয়াত ১৮)

Tafsir Ahsanul Bayaan

বিশ্বাসী কি সত্যত্যাগীর মতই? [১] ওরা কখনও সমান হতে পারে না।

[১] এটা অস্বীকৃতি বাচক জিজ্ঞাসা। অর্থাৎ, আল্লাহর নিকট বিশ্বাসী মু'মিন ও সত্যত্যাগী কাফের সমান নয়; বরং তাদের উভয়ের মাঝে বিরাট পার্থক্য ও ব্যবধান হবে। মু'মিন আল্লাহর মেহমান হয়ে সম্মানের পাত্র হবে। আর ফাসেক ও কাফের শাস্তির শিকলে বাঁধা অবস্থায় জাহান্নামের অগ্নিকুন্ডে জ্বলতে থাকবে। এ মর্মে অন্য স্থানেও বর্ণনা রয়েছে। যেমন সূরা জাসিয়া ৪৫;১২, সূরা স্বাদ ৩৮;২৮, সূরা হাশর ৫৯;২০ আয়াত ইত্যাদি।

Tafsir Abu Bakr Zakaria

সুতরাং যে ব্যক্তি মুমিন, সে কি তার ন্যায় যে ফাসেক [১]? তারা সমান নয়।

[১] এখানে মুমিন ও ফাসেকের দু'টি বিপরীতমুখী পরিভাষা ব্যবহার করা হয়েছে। মুমিন বলতে এমন লোক বুঝানো হয়েছে, যে আল্লাহকে নিজের রব ও একমাত্র উপাস্য মেনে নিয়ে আল্লাহ তাঁর নবী-রাসূলদের মাধ্যমে যে আইন-কানুন পাঠিয়েছেন তার আনুগত্য করে। পক্ষান্তরে ফাসেক হচ্ছে এমন এক ব্যক্তি যে ফাসেকী আনুগত্য থেকে বের হয়ে আসা বা অন্যকথায় বিদ্রোহ, বল্লাহীন স্বেচ্ছাচারী মনোবৃত্তি ও আল্লাহ ছাড়া অন্য সত্তার আনুগত্যের নীতি অবলম্বন করে। [দেখুন, তাবারী, কুরতুবী]

Tafsir Bayaan Foundation

যে ব্যক্তি মুমিন সে কি ফাসিক ব্যক্তির মত? তারা সমান নয়।

Muhiuddin Khan

ঈমানদার ব্যক্তি কি অবাধ্যের অনুরূপ? তারা সমান নয়।

Zohurul Hoque

তাহলে কি যে মুমিন সে তার মতো যে সত্যত্যাগী? তারা সমতুল্য নয়।