কুরআন মজীদ সূরা আর-রূম আয়াত ৫৯
Qur'an Surah Ar-Rum Verse 59
আর-রূম [৩০]: ৫৯ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
كَذٰلِكَ يَطْبَعُ اللّٰهُ عَلٰى قُلُوْبِ الَّذِيْنَ لَا يَعْلَمُوْنَ (الروم : ٣٠)
- kadhālika
- كَذَٰلِكَ
- Thus
- এরূপে
- yaṭbaʿu
- يَطْبَعُ
- Allah seals
- সীল মেরে দিয়েছেন (মোহর করে দিয়েছেন)
- l-lahu
- ٱللَّهُ
- Allah seals
- আল্লাহ
- ʿalā
- عَلَىٰ
- [on]
- উপর
- qulūbi
- قُلُوبِ
- (the) hearts
- অন্তরসমূহের
- alladhīna
- ٱلَّذِينَ
- (of) those who
- (তাদের) যারা
- lā
- لَا
- (do) not
- না
- yaʿlamūna
- يَعْلَمُونَ
- know
- তারা জানে
Transliteration:
Kazaalika yatba'ul laahu 'alaa quloobil lazeena laa ya'lamoon(QS. ar-Rūm:59)
English Sahih International:
Thus does Allah seal the hearts of those who do not know. (QS. Ar-Rum, Ayah ৫৯)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
যাদের জ্ঞান নেই এভাবেই আল্লাহ তাদের হৃদয় মোহরাঙ্কিত করে দেন। (আর-রূম, আয়াত ৫৯)
Tafsir Ahsanul Bayaan
আল্লাহ এভাবে যাদের জ্ঞান নেই, তাদের হৃদয়ে মোহর করে দেন।
Tafsir Abu Bakr Zakaria
যারা জানে না আল্লাহ্ এভাবেই তাদের হৃদয়ে মোহর মেরে দেন [১]।
[১] সুতরাং সেখানে কোন কল্যাণ প্রবেশ করবে না, সে অন্তরে কোন বস্তুর সঠিক রূপ প্রকাশিত হবে না। বরং সেখানে হক বাতিলরপে এবং বাতিল হকরুপে তাদের কাছে প্রতিভাত হবে। [সা’দী]
Tafsir Bayaan Foundation
এমনিভাবে আল্লাহ মোহর মেরে দেন তাদের হৃদয়সমূহে যারা জানে না।
Muhiuddin Khan
এমনিভাবে আল্লাহ জ্ঞানহীনদের হৃদয় মোহরাঙ্কিত করে দেন।
Zohurul Hoque
এইভাবে আল্লাহ্ একটি মোহর মেরে দেন তাদের হৃদয়ে যারা জানে না।