Skip to content

কুরআন মজীদ সূরা আর-রূম আয়াত ৩৩

Qur'an Surah Ar-Rum Verse 33

আর-রূম [৩০]: ৩৩ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

وَاِذَا مَسَّ النَّاسَ ضُرٌّ دَعَوْا رَبَّهُمْ مُّنِيْبِيْنَ اِلَيْهِ ثُمَّ اِذَآ اَذَاقَهُمْ مِّنْهُ رَحْمَةً اِذَا فَرِيْقٌ مِّنْهُمْ بِرَبِّهِمْ يُشْرِكُوْنَۙ (الروم : ٣٠)

wa-idhā
وَإِذَا
And when
এবং যখন
massa
مَسَّ
touches
স্পর্শ করে
l-nāsa
ٱلنَّاسَ
men
মানুষকে
ḍurrun
ضُرٌّ
hardship
দুঃখ-দৈন্যে
daʿaw
دَعَوْا۟
they call
তারা ডাকে
rabbahum
رَبَّهُم
their Lord
রবকে তাদের
munībīna
مُّنِيبِينَ
turning
বিশুদ্ধচিত্তে
ilayhi
إِلَيْهِ
to Him
দিকে তাঁরই
thumma
ثُمَّ
Then
এরপর
idhā
إِذَآ
when
যখন
adhāqahum
أَذَاقَهُم
He causes them to taste
তিনি আস্বাদন করান তাদেরকে
min'hu
مِّنْهُ
from Him
পক্ষ হ'তে তাঁর
raḥmatan
رَحْمَةً
Mercy
অনুগ্রহ
idhā
إِذَا
behold!
তখন
farīqun
فَرِيقٌ
A party
একদল
min'hum
مِّنْهُم
of them
মধ্য থেকে তাদের
birabbihim
بِرَبِّهِمْ
with their Lord
সাথে রবের তাদের
yush'rikūna
يُشْرِكُونَ
associate partners
তারা শিরক করে

Transliteration:

Wa izaa massan naasa durrun da'aw Rabbahum muneebeena ilaihi summa izaaa azaqahum minhu rahmatan izaa fareequm minhum be Rabbihim yushrikoon (QS. ar-Rūm:33)

English Sahih International:

And when adversity touches the people, they call upon their Lord, turning in repentance to Him. Then when He lets them taste mercy from Him, at once a party of them associate others with their Lord, (QS. Ar-Rum, Ayah ৩৩)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

মানুষকে যখন দুঃখ-বিপদ স্পর্শ করে তখন তারা তাদের প্রতিপালককে ডাকে তাঁর অভিমুখী হয়ে। অতঃপর তিনি যখন তাদেরকে নিজ অনুগ্রহ আস্বাদন করান তখন তাদের একদল তাদের প্রতিপালকের অংশীদার সাব্যস্ত করে বসে (আর-রূম, আয়াত ৩৩)

Tafsir Ahsanul Bayaan

মানুষকে যখন দুঃখ-দৈন্য স্পর্শ করে, তখন ওরা বিশুদ্ধ-চিত্তে ওদের প্রতিপালককে ডাকে; অতঃপর তিনি যখন ওদের প্রতি অনুগ্রহ করেন, তখন ওদের একদল ওদের প্রতিপালকের সাথে অংশী স্থাপন করে থাকে।

Tafsir Abu Bakr Zakaria

আর মানুষকে যখন দুঃখ-দৈন্য স্পর্শ করে তখন তারা তাদের রবকে ডাকে তাঁরই অভিমুখী হয়ে। তারপর তিনি যখন তাদেরকে স্বীয় অনুগ্রহ আস্বাদন করান, তখন তাদের একদল তাদের রবের সাথে শির্ক করে;

Tafsir Bayaan Foundation

আর মানুষকে যখন দুঃখ-কষ্ট স্পর্শ করে তখন তারা তাদের রবের প্রতি বিনীতভাবে ফিরে এসে তাকে ডাকে। তারপর যখন তিনি তাদের স্বীয় রহমত আস্বাদন করান, তখন তাদের মধ্যকার একটি দল তাদের রবের সাথে শরীক করে;

Muhiuddin Khan

মানুষকে যখন দুঃখ-কষ্ট স্পর্শ করে, তখন তারা তাদের পালনকর্তাকে আহবান করে তাঁরই অভিমুখী হয়ে। অতঃপর তিনি যখন তাদেরকে রহমতের স্বাদ আস্বাদন করান, তখন তাদের একদল তাদের পালনকর্তার সাথে শিরক করতে থাকে,

Zohurul Hoque

আর মানুষকে যখন দুঃখকষ্ট স্পর্শ করে তখন তারা তাদের প্রভুকে আহ্বান করে তাঁর প্রতি একান্ত মনোযোগী হয়ে, তারপর যখন তিনি তাদের তাঁর তরফ থেকে অনুগ্রহ আস্বাদন করান তখন দেখো! তাদের মধ্যের একদল তাদের প্রভুর সঙ্গে অংশী দাঁড় করায়, --