Skip to content

কুরআন মজীদ সূরা আর-রূম আয়াত ২৯

Qur'an Surah Ar-Rum Verse 29

আর-রূম [৩০]: ২৯ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

بَلِ اتَّبَعَ الَّذِيْنَ ظَلَمُوْٓا اَهْوَاۤءَهُمْ بِغَيْرِ عِلْمٍۗ فَمَنْ يَّهْدِيْ مَنْ اَضَلَّ اللّٰهُ ۗوَمَا لَهُمْ مِّنْ نّٰصِرِيْنَ (الروم : ٣٠)

bali
بَلِ
Nay
বরং
ittabaʿa
ٱتَّبَعَ
follow
অনুসরণ করে
alladhīna
ٱلَّذِينَ
those who
তারা (যারা)
ẓalamū
ظَلَمُوٓا۟
do wrong
সীমালঙ্ঘন করেছে
ahwāahum
أَهْوَآءَهُم
their desires
খেয়ালখুশির তাদের
bighayri
بِغَيْرِ
without
ছাড়া
ʿil'min
عِلْمٍۖ
knowledge
কোনো জ্ঞান
faman
فَمَن
Then who
সুতরাং কে
yahdī
يَهْدِى
(can) guide
পথ দেখাবে
man
مَنْ
(one) whom
যাকে
aḍalla
أَضَلَّ
Allah has let go astray?
পথভ্রষ্ট করেছেন
l-lahu
ٱللَّهُۖ
Allah has let go astray?
আল্লাহ
wamā
وَمَا
And not
এবং নেই
lahum
لَهُم
for them
জন্যে তাদের
min
مِّن
any
কোনো
nāṣirīna
نَّٰصِرِينَ
helpers
সাহায্যকারী

Transliteration:

Balit taba'al lazeena zalamooo ahwaaa'ahum bighairi 'ilmin famai yahdee man adallal laahu wa maa lahum min naasireen (QS. ar-Rūm:29)

English Sahih International:

But those who wrong follow their [own] desires without knowledge. Then who can guide one whom Allah has sent astray? And for them there are no helpers. (QS. Ar-Rum, Ayah ২৯)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

বরং সীমালঙ্ঘনকারীরা কোন জ্ঞান ছাড়াই তাদের খেয়াল-খুশির অনুসরণ করে; কাজেই আল্লাহই যাকে পথভ্রষ্ট করেন তাকে সৎপথ দেখাবে কে? তাদের কোন সাহায্যকারী নেই। (আর-রূম, আয়াত ২৯)

Tafsir Ahsanul Bayaan

অজ্ঞানতাবশতঃ সীমালংঘনকারীরা তাদের খেয়াল-খুশীর অনুসরণ করে থাকে;[১] সুতরাং আল্লাহ যাকে পথভ্রষ্ট করেছেন কে তাকে সৎপথে পরিচালিত করবে?[২] তাদের কোন সাহায্যকারী নেই।[৩]

[১] অর্থাৎ, তারা এ প্রকৃতত্ব সম্বন্ধে অবগতই নয় যে, তারা জ্ঞান থেকে বঞ্চিত ও ভ্রষ্টতায় নিমজ্জিত। আর এই অজ্ঞতা ও পথভ্রষ্টতার কারণে তারা নিজেদের বুদ্ধিকে কাজে লাগাতে সক্ষম হয় না এবং নিজেদের প্রবৃত্তি ও বাতিল মতের অনুসারী হয়ে থাকে।

[২] কারণ, আল্লাহর পক্ষ থেকে হিদায়াত তাদেরই ভাগ্যে জোটে যারা হিদায়াত অনুসন্ধানী ও তার আকাঙ্ক্ষী হয়। পক্ষান্তরে যারা তার সত্য অনুসন্ধিৎসা থেকে বঞ্চিত হয়, তাকে ভ্রষ্টতার মাঝে ছেড়ে দেওয়া হয় ।

[৩] অর্থাৎ, সেই সকল পথভ্রষ্ট ব্যক্তিদের কোন এমন সাহায্যকারী হবে না, যে তাদেরকে হিদায়াত দেবে অথবা তাদেরকে আযাব থেকে রক্ষা করবে।

Tafsir Abu Bakr Zakaria

বরং যালিমরা অজ্ঞতাবশত তাদের খেয়াল-খুশীর অনুসরণ করে, কাজেই আল্লাহ্ যাকে পথভ্রষ্ট করেন কে তাকে হিদায়াত দান করবে? আর তাদের কোন সাহাযাকারী নেই।

Tafsir Bayaan Foundation

বরং যালিমরা জ্ঞান ছাড়াই তাদের খেয়াল খুশীর অনুসরণ করে। সুতরাং যাকে আল্লাহ পথভ্রষ্ট করেন কে তাকে হিদায়াত করবে? আর তাদের জন্য কোন সাহায্যকারী নেই।

Muhiuddin Khan

বরং যারা যে-ইনসাফ, তারা অজ্ঞানতাবশতঃ তাদের খেয়াল-খূশীর অনুসরণ করে থাকে। অতএব, আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, তাকে কে বোঝাবে? তাদের কোন সাহায্যকারী নেই।

Zohurul Hoque

বস্তুত যারা অন্যায়াচরণ করে তারা জ্ঞানহীনতা বশতঃ তাদের কামনার অনুসরণ করে। সেজন্যে যাকে আল্লাহ্ পথভ্রষ্ট করেন তাকে কে সৎপথে চালিত করবে? আর তাদের জন্য সাহায্যকারীদের কেউ নেই।