কুরআন মজীদ সূরা আর-রূম আয়াত ১৯
Qur'an Surah Ar-Rum Verse 19
আর-রূম [৩০]: ১৯ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
يُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَيُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ وَيُحْيِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَا ۗوَكَذٰلِكَ تُخْرَجُوْنَ ࣖ (الروم : ٣٠)
- yukh'riju
- يُخْرِجُ
- He brings forth
- তিনি বের করেন
- l-ḥaya
- ٱلْحَىَّ
- the living
- জীবন্তকে
- mina
- مِنَ
- from
- হ'তে
- l-mayiti
- ٱلْمَيِّتِ
- the dead
- মৃত
- wayukh'riju
- وَيُخْرِجُ
- and He brings forth
- ও তিনি বের করেন
- l-mayita
- ٱلْمَيِّتَ
- the dead
- মৃতকে
- mina
- مِنَ
- from
- হ'তে
- l-ḥayi
- ٱلْحَىِّ
- the living
- জীবন্ত
- wayuḥ'yī
- وَيُحْىِ
- and He gives life
- এবং জীবিত করেন
- l-arḍa
- ٱلْأَرْضَ
- (to) the earth
- পৃথিবীকে
- baʿda
- بَعْدَ
- after
- পরে
- mawtihā
- مَوْتِهَاۚ
- its death
- মৃত্যুর তার
- wakadhālika
- وَكَذَٰلِكَ
- and thus
- এবং এরূপেই
- tukh'rajūna
- تُخْرَجُونَ
- you will be brought forth
- তোমাদের বের করা হবে
Transliteration:
Yukhrijul haiya minal maiyiti wa yukhrijul maiyita minal haiyi wa yuhyil arda ba'da mawtihaa; wa kazaalika tukhrajoon(QS. ar-Rūm:19)
English Sahih International:
He brings the living out of the dead and brings the dead out of the living and brings to life the earth after its lifelessness. And thus will you be brought out. (QS. Ar-Rum, Ayah ১৯)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
তিনিই জীবন্তকে বের করেন মৃত থেকে আর মৃতকে বের করেন জীবন্ত থেকে। যমীনকে তিনিই পুনরায় জীবিত করেন তার মৃত্যুর পর, এভাবেই তোমাদেরকে বের করা হবে। (আর-রূম, আয়াত ১৯)
Tafsir Ahsanul Bayaan
তিনিই মৃত হতে জীবন্তের আবির্ভাব ঘটান[১] এবং ভূমির মৃত্যুর পর ওকে পুনর্জীবিত করেন। আর এভাবেই তোমাদেরকেও (মাটি থেকে) বের করা হবে। [২]
[১] যেমন ডিমকে মুরগি থেকে, মুরগিকে ডিম থেকে, মানুষকে বীর্য থেকে, বীর্যকে মানুষ থেকে এবং মু'মিনকে কাফের থেকে, কাফেরকে মু'মিন থেকে সৃষ্টি করেন।
[২] দ্বিতীয়বার জীবিত করে কবর থেকে উঠানো হবে।
Tafsir Abu Bakr Zakaria
তিনিই মৃত থেকে জীবিতকে বের কতেন এবং তিনিই বের করেন মৃতকে জীবিত থেকে [১], আর যমীনকে জীবিত করেন তার মৃত্যুর পর এবং এভাবেই বের করে আনা হবে [২]।
[১] হাসান বসরী বলেন, এর অর্থ কাফের থেকে মুমিনকে বের করেন, আর মুমিন থেকে কাফের বের করেন। [তাবারী]
[২] যেমন অন্য আয়াতে বলা হয়েছে, “আর তাদের জন্য একটি নিদর্শন মৃত যমীন, যাকে আমরা সঞ্জীবিত করি এবং তা থেকে বের করি শস্য, অতঃপর তা থেকেই তারা খেয়ে থাকে। আর সেখানে আমরা সৃষ্টি করি খেজুর ও আঙ্গুরের উদ্যান এবং সেখানে উৎসারিত করি কিছু প্রস্রবণ”। [সূরা ইয়াসীন; ৩৩-৩৪] [ইবন কাসীর]
Tafsir Bayaan Foundation
তিনি মৃত থেকে জীবিতকে বের করেন এবং জীবিত থেকে মৃতকে বের করেন। আর তিনি যমীনকে জীবিত করেন তার মৃত্যুর পর। আর এভাবেই তোমরা উত্থিত হবে।
Muhiuddin Khan
তিনি মৃত থেকে জীবিতকে বহির্গত করেন জীবিত থেকে মৃতকে বহির্গত করেন, এবং ভূমির মৃত্যুর পর তাকে পুনরুজ্জীবিত করেন। এভাবে তোমরা উত্থিত হবে।
Zohurul Hoque
তিনি জীবন্তদের বের করে আনেন মৃতদের থেকে আর মৃতদের বের করে আনেন জীবন্তদের থেকে, আর পৃথিবীকে তিনি সঞ্জীবিত করেন তার মৃত্যুর পরে। আর এইভাবেই তোমাদের বের করে আনা হবে।