Skip to content

কুরআন মজীদ সূরা আল ইমরান আয়াত ৬৭

Qur'an Surah Ali 'Imran Verse 67

আল ইমরান [৩]: ৬৭ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

مَاكَانَ اِبْرٰهِيْمُ يَهُوْدِيًّا وَّلَا نَصْرَانِيًّا وَّلٰكِنْ كَانَ حَنِيْفًا مُّسْلِمًاۗ وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِيْنَ (آل عمران : ٣)

مَا
Not
না
kāna
كَانَ
was
ছিল
ib'rāhīmu
إِبْرَٰهِيمُ
Ibrahim
ইবরাহীম
yahūdiyyan
يَهُودِيًّا
a Jew
ইয়াহুদী
walā
وَلَا
and not
আর না
naṣrāniyyan
نَصْرَانِيًّا
a Christian
খৃষ্টান
walākin
وَلَٰكِن
and but
কিন্তু
kāna
كَانَ
he was
সে ছিল
ḥanīfan
حَنِيفًا
a true
একনিষ্ঠ
mus'liman
مُّسْلِمًا
Muslim
(আত্মসমর্পণকারী) মুসলিম
wamā
وَمَا
and not
এবং না
kāna
كَانَ
he was
সে ছিল
mina
مِنَ
from
অন্তর্ভুক্ত
l-mush'rikīna
ٱلْمُشْرِكِينَ
the polytheists
মুশরিকদের

Transliteration:

Maa kaana Ibraaheemu Yahoodiyyanw wa laa Nasraa niyyanw wa laakin kaana Haneefam Muslimanw wa maa kaana minal mushrikeen (QS. ʾĀl ʿImrān:67)

English Sahih International:

Abraham was neither a Jew nor a Christian, but he was one inclining toward truth, a Muslim [submitting to Allah]. And he was not of the polytheists. (QS. Ali 'Imran, Ayah ৬৭)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

ইবরাহীম না ইয়াহূদী ছিল, না নাসারা, বরং একনিষ্ঠ আত্মসমর্পণকারী এবং সে মুশরিক দলের অন্তর্ভুক্ত ছিল না। (আল ইমরান, আয়াত ৬৭)

Tafsir Ahsanul Bayaan

ইব্রাহীম ইয়াহুদীও ছিল না, খ্রিষ্টানও ছিল না; সে ছিল একনিষ্ঠ, আত্মসমর্পণকারী (মুসলিম)।[১] সে অংশীবাদীদের দলভুক্ত ছিল না।

[১][حَنِيْفًا مُّسْلِمًا] (একনিষ্ঠ মুসলিম) অর্থাৎ, শিরক থেকে বিমুখ হয়ে কেবল এক আল্লাহর কাছে আত্মসমর্পণকারী।

Tafsir Abu Bakr Zakaria

ইব্‌রাহীম ইয়াহূদীও ছিলেন না, নাসারাও ছিলেন না; বরং তিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না।

Tafsir Bayaan Foundation

ইবরাহীম ইয়াহূদীও ছিল না, নাসারাও ছিল না; বরং সে ছিল একনিষ্ঠ মুসলিম। আর সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না।

Muhiuddin Khan

ইব্রাহীম ইহুদী ছিলেন না এবং নাসারাও ছিলেন না, কিক্তু তিনি ছিলেন ‘হানীফ’ অর্থাৎ, সব মিথ্যা ধর্মের প্রতি বিমুখ এবং আত্নসমর্পণকারী, এবং তিনি মুশরিক ছিলেন না।

Zohurul Hoque

ইব্রাহীম ইহুদী ছিলেন না, খ্রীষ্টানও নহেন, বরং তিনি ছিলেন ঋজু স্বভাব, মুসলিম, আর তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না।