কুরআন মজীদ সূরা আল ইমরান আয়াত ৬২
Qur'an Surah Ali 'Imran Verse 62
আল ইমরান [৩]: ৬২ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
اِنَّ هٰذَا لَهُوَ الْقَصَصُ الْحَقُّ ۚ وَمَا مِنْ اِلٰهٍ اِلَّا اللّٰهُ ۗوَاِنَّ اللّٰهَ لَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ (آل عمران : ٣)
- inna
- إِنَّ
- Indeed
- নিশ্চয়
- hādhā
- هَٰذَا
- this
- এটা
- lahuwa
- لَهُوَ
- surely it (is)
- অবশ্যই সেই
- l-qaṣaṣu
- ٱلْقَصَصُ
- the narration
- বৃত্তান্ত
- l-ḥaqu
- ٱلْحَقُّۚ
- [the] true
- সত্য
- wamā
- وَمَا
- And (there is) no
- আর নাই
- min
- مِنْ
- (of)
- কোন
- ilāhin
- إِلَٰهٍ
- god
- ইলাহ
- illā
- إِلَّا
- except
- ছাড়া
- l-lahu
- ٱللَّهُۚ
- Allah
- আল্লাহ
- wa-inna
- وَإِنَّ
- And indeed
- এবং নিশ্চয়
- l-laha
- ٱللَّهَ
- Allah
- আল্লাহ
- lahuwa
- لَهُوَ
- surely He
- নিশ্চয়ই তিনি
- l-ʿazīzu
- ٱلْعَزِيزُ
- (is) the All-Mighty
- পরাক্রমশালী
- l-ḥakīmu
- ٱلْحَكِيمُ
- the All-Wise
- মহাবিজ্ঞ
Transliteration:
Innaa haazaa lahuwal qasasul haqq; wa maa min ilaahin illal laah; wa innal laahaa la Huwal 'Azeezul Hakeem(QS. ʾĀl ʿImrān:62)
English Sahih International:
Indeed, this is the true narration. And there is no deity except Allah. And indeed, Allah is the Exalted in Might, the Wise. (QS. Ali 'Imran, Ayah ৬২)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
নিশ্চয়ই এটা প্রকৃত ঘটনা। আল্লাহ ছাড়া অন্য সত্য ইলাহ নেই। আর নিশ্চয়ই আল্লাহ মহাপরাক্রান্ত, প্রজ্ঞাময়। (আল ইমরান, আয়াত ৬২)
Tafsir Ahsanul Bayaan
নিশ্চয়ই এ হল সত্য কাহিনী। আর আল্লাহ ছাড়া অন্য কোন (সত্যিকার) উপাস্য নেই। আর নিশ্চয় আল্লাহ পরম প্রতাপশালী, প্রজ্ঞাময়।
Tafsir Abu Bakr Zakaria
নিশ্চয় এগুলো সত্য বিবরণ এবং আল্লাহ্ ছাড়া অন্য কোন হক ইলাহ্ নেই। আর নিশ্চয় আল্লাহ্, তিনি তো পরম পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
Tafsir Bayaan Foundation
নিশ্চয় এটি সত্য বিবরণ। আর আল্লাহ ছাড়া কোন (সত্য) ইলাহ নেই এবং নিশ্চয় আল্লাহ, তিনিই হলেন পরাক্রমশালী, প্রজ্ঞাপূর্ণ।
Muhiuddin Khan
নিঃসন্দেহে এটাই হলো সত্য ভাষণ। আর এক আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ নেই। আর আল্লাহ; তিনিই হলেন পরাক্রমশালী মহাপ্রাজ্ঞ।
Zohurul Hoque
নিঃসন্দেহ এই হচ্ছে যথার্থ সত্য বিবৃতি, আর আল্লাহ্ ছাড়া কোনো উপাস্য নেই। আর নিঃসন্দেহ আল্লাহ্, অবশ্যই তিনি মহাশক্তিশালী, পরমজ্ঞানী।