কুরআন মজীদ সূরা আল ইমরান আয়াত ৫৩
Qur'an Surah Ali 'Imran Verse 53
আল ইমরান [৩]: ৫৩ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
رَبَّنَآ اٰمَنَّا بِمَآ اَنْزَلْتَ وَاتَّبَعْنَا الرَّسُوْلَ فَاكْتُبْنَا مَعَ الشّٰهِدِيْنَ (آل عمران : ٣)
- rabbanā
- رَبَّنَآ
- Our Lord
- হে আমাদের রব
- āmannā
- ءَامَنَّا
- we believe[d]
- আমরা ঈমান এনেছি
- bimā
- بِمَآ
- in what
- ঐ বিষয়ে যা
- anzalta
- أَنزَلْتَ
- You revealed
- তুমি নাযিল করেছ
- wa-ittabaʿnā
- وَٱتَّبَعْنَا
- and we follow[ed]
- এবং আমরা অনুসরণ করেছি
- l-rasūla
- ٱلرَّسُولَ
- the Messenger
- রসূলকে
- fa-uk'tub'nā
- فَٱكْتُبْنَا
- then write us
- অতএব আমাদের লেখ (নাম)
- maʿa
- مَعَ
- among
- সাথে
- l-shāhidīna
- ٱلشَّٰهِدِينَ
- the witnesses"
- সাক্ষ্যদাতাদের''
Transliteration:
Rabbanaaa aamannaa bimaaa anzalta wattaba'nar Rasoola faktubnaa ma'ash shaahideen(QS. ʾĀl ʿImrān:53)
English Sahih International:
Our Lord, we have believed in what You revealed and have followed the messenger [i.e., Jesus], so register us among the witnesses [to truth]." (QS. Ali 'Imran, Ayah ৫৩)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
‘হে আমাদের প্রতিপালক! তুমি যা অবতীর্ণ করেছ আমরা তার উপর ঈমান এনেছি, রসূলের আনুগত্য স্বীকার করেছি, সুতরাং আমাদেরকে সাক্ষ্যদানকারীদের মধ্যে লিপিবদ্ধ কর।’ (আল ইমরান, আয়াত ৫৩)
Tafsir Ahsanul Bayaan
হে আমাদের প্রতিপালক! তুমি যা (ইঞ্জীল) অবতীর্ণ করেছ তাতে আমরা বিশ্বাস করেছি এবং আমরা রসূল (ঈসা)র অনুসারী। সুতরাং আমাদেরকে (সত্যতার) সাক্ষীদাতাদের তালিকাভুক্ত করে নাও।’
Tafsir Abu Bakr Zakaria
‘হে আমার রব! আপনি যা নাযিল করেছেন তার প্রতি আমরা ঈমান এনেছি এবং আমরা এ রাসূলের অনুসরণ করেছি। কাজেই আমাদেরকে সাক্ষ্যদানকারীদের তালিকাভুক্ত করে নিন। ’
Tafsir Bayaan Foundation
হে আমাদের রব, আপনি যা নাযিল করেছেন তার প্রতি আমরা ঈমান এনেছি এবং আমরা রাসূলের অনুসরণ করেছি। অতএব, আমাদেরকে সাক্ষ্যদাতাদের তালিকাভুক্ত করুন’।
Muhiuddin Khan
হে আমাদের পালনকর্তা! আমরা সে বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করেছি যা তুমি নাযিল করেছ, আমরা রসূলের অনুগত হয়েছি। অতএব, আমাদিগকে মান্যকারীদের তালিকাভুক্ত করে নাও।
Zohurul Hoque
''আমাদের প্রভু! আমরা ঈমান এনেছি তাতে যা তুমি অবতারণ করেছ, আর আমরা রসূলকে অনুসরণ করি, অতএব আমাদের লিখে রাখ সাক্ষ্যদাতাদের সাথে।’’