Skip to content

কুরআন মজীদ সূরা আল ইমরান আয়াত ৪৩

Qur'an Surah Ali 'Imran Verse 43

আল ইমরান [৩]: ৪৩ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

يٰمَرْيَمُ اقْنُتِيْ لِرَبِّكِ وَاسْجُدِيْ وَارْكَعِيْ مَعَ الرَّاكِعِيْنَ (آل عمران : ٣)

yāmaryamu
يَٰمَرْيَمُ
"O Maryam!
''হে মারইয়াম
uq'nutī
ٱقْنُتِى
Be obedient
তুমি অনুগত হও
lirabbiki
لِرَبِّكِ
to your Lord
তোমার রবের জন্য
wa-us'judī
وَٱسْجُدِى
and prostrate
এবং তুমি সিজদা কর
wa-ir'kaʿī
وَٱرْكَعِى
and bow down
ও তূমি রুকু কর
maʿa
مَعَ
with
সাথে
l-rākiʿīna
ٱلرَّٰكِعِينَ
those who bow down"
রুকুকারীদের''

Transliteration:

Yaa Maryamuq nutee li Rabbiki wasjudee warka'ee ma'ar raaki'een (QS. ʾĀl ʿImrān:43)

English Sahih International:

O Mary, be devoutly obedient to your Lord and prostrate and bow with those who bow [in prayer]." (QS. Ali 'Imran, Ayah ৪৩)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

হে মারইয়াম! ‘তুমি তোমার প্রতিপালকের অনুগত হও, সাজদাহ কর এবং রুকূ‘কারীদের সঙ্গে রুকূ‘ কর’। (আল ইমরান, আয়াত ৪৩)

Tafsir Ahsanul Bayaan

হে মারয়্যাম! তোমার প্রতিপালকের অনুগত হও, (তাঁকে) সিজদা কর এবং রুকুকারীদের সাথে রুকু কর।’

Tafsir Abu Bakr Zakaria

‘হে মার্‌ইয়াম! আপনার রবের অনুগত হন এবং সিজদা করুন আর রুকু‘ কারীদের সাথে রুকূ‘ করুন।’

Tafsir Bayaan Foundation

‘হে মারইয়াম, তোমার রবের জন্য অনুগত হও। আর সিজদা কর এবং রুকূকারীদের সাথে রুকূ কর’।

Muhiuddin Khan

হে মারইয়াম! তোমার পালনকর্তার উপাসনা কর এবং রুকুকারীদের সাথে সেজদা ও রুকু কর।

Zohurul Hoque

''হে মরিয়ম! তোমার প্রভুর অনুগত হয়ে থেকো, আর সিজদা করো ও রুকু করো রুকুকারীদের সাথে।’’