Skip to content

কুরআন মজীদ সূরা আল ইমরান আয়াত ১৬

Qur'an Surah Ali 'Imran Verse 16

আল ইমরান [৩]: ১৬ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

اَلَّذِيْنَ يَقُوْلُوْنَ رَبَّنَآ اِنَّنَآ اٰمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَقِنَا عَذَابَ النَّارِۚ (آل عمران : ٣)

alladhīna
ٱلَّذِينَ
Those who
যারা
yaqūlūna
يَقُولُونَ
say
বলে
rabbanā
رَبَّنَآ
"Our Lord!
''হে আমাদের রব
innanā
إِنَّنَآ
Indeed we
নিশ্চয়ই আমরা
āmannā
ءَامَنَّا
(have) believed
আমরা ঈমান এনেছি
fa-igh'fir
فَٱغْفِرْ
so forgive
অতএব ক্ষমা কর
lanā
لَنَا
for us
আমাদের
dhunūbanā
ذُنُوبَنَا
our sins
আমাদের গুনাহগুলোকে
waqinā
وَقِنَا
and save us
এবং বাঁচাও আমাদের
ʿadhāba
عَذَابَ
(from) punishment
শাস্তি (হতে)
l-nāri
ٱلنَّارِ
(of) the Fire"
জাহান্নামের''

Transliteration:

Allazeena yaqooloona Rabbanaaa innanaaa aamannaa faghfir lanaa zunoobanaa wa qinaa 'azaaban Naar (QS. ʾĀl ʿImrān:16)

English Sahih International:

Those who say, "Our Lord, indeed we have believed, so forgive us our sins and protect us from the punishment of the Fire," (QS. Ali 'Imran, Ayah ১৬)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

যারা প্রার্থনা করে, ‘হে আমাদের প্রতিপালক! আমরা ঈমান এনেছি, অতএব আমাদের গুনাহসমূহ ক্ষমা কর এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি হতে রক্ষা কর’। (আল ইমরান, আয়াত ১৬)

Tafsir Ahsanul Bayaan

যারা বলে, ‘হে আমাদের প্রতিপালক! নিশ্চয় আমরা বিশ্বাস করেছি; অতএব আমাদের অপরাধসমূহ ক্ষমা কর এবং দোযখের শাস্তি থেকে আমাদেরকে রক্ষা কর।’

Tafsir Abu Bakr Zakaria

যারা বলে, হে আমাদের রব! নিশ্চয় আমরা ঈমান এনেছি; কাজেই আপনি আমাদের গোনাহ্‌সমূহ ক্ষমা করুন এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন। ’

Tafsir Bayaan Foundation

যারা বলে, ‘হে আমাদের রব, নিশ্চয় আমরা ঈমান আনলাম। অতএব, আমাদের পাপসমূহ ক্ষমা করুন এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন’।

Muhiuddin Khan

যারা বলে, হে আমাদের পালনকর্তা, আমরা ঈমান এনেছি, কাজেই আমাদের গোনাহ ক্ষমা করে দাও আর আমাদেরকে দোযখের আযাব থেকে রক্ষা কর।

Zohurul Hoque

''যারা বলে -- 'আমাদের প্রভু! আমরা নিশ্চয়ই ঈমান এনেছি, অতএব আমাদের অপরাধ থেকে তুমি আমাদের ত্রাণ করো, আর আগুনের যাতনা থেকে আমাদের রক্ষা করো’।