Skip to content

কুরআন মজীদ সূরা আল ইমরান আয়াত ১১৭

Qur'an Surah Ali 'Imran Verse 117

আল ইমরান [৩]: ১১৭ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

مَثَلُ مَا يُنْفِقُوْنَ فِيْ هٰذِهِ الْحَيٰوةِ الدُّنْيَا كَمَثَلِ رِيْحٍ فِيْهَا صِرٌّ اَصَابَتْ حَرْثَ قَوْمٍ ظَلَمُوْٓا اَنْفُسَهُمْ فَاَهْلَكَتْهُ ۗ وَمَا ظَلَمَهُمُ اللّٰهُ وَلٰكِنْ اَنْفُسَهُمْ يَظْلِمُوْنَ (آل عمران : ٣)

mathalu
مَثَلُ
Example
উদাহরণ
مَا
(of) what
যা
yunfiqūna
يُنفِقُونَ
they spend
তারা খরচ করে
فِى
in
মধ্যে
hādhihi
هَٰذِهِ
this
এই
l-ḥayati
ٱلْحَيَوٰةِ
[the] life
জীবনে
l-dun'yā
ٱلدُّنْيَا
(of) the world
দুনিয়ার
kamathali
كَمَثَلِ
(is) like (the) example
উদাহরণ যেমন
rīḥin
رِيحٍ
(of) a wind
বায়ু
fīhā
فِيهَا
in it
তার মধ্যে আছে
ṣirrun
صِرٌّ
(is) frost
ভীষণ ঠান্ডা
aṣābat
أَصَابَتْ
it struck
তা পড়ে
ḥartha
حَرْثَ
(the) harvest
ক্ষেতে
qawmin
قَوْمٍ
(of) a people
লোকদের
ẓalamū
ظَلَمُوٓا۟
who wronged
জুলুম করেছে (যারা)
anfusahum
أَنفُسَهُمْ
themselves
তাদের নিজেদের (উপর)
fa-ahlakathu
فَأَهْلَكَتْهُۚ
then destroyed it
অতঃপর তা বরবাদ করে দেয়
wamā
وَمَا
And not
এবং না
ẓalamahumu
ظَلَمَهُمُ
(has) wronged them
তাদের উপর জুলুম করেছেন
l-lahu
ٱللَّهُ
Allah
আল্লাহ
walākin
وَلَٰكِنْ
[and] but
কিন্তু
anfusahum
أَنفُسَهُمْ
themselves
তারা নিজেরা (নিজেদের উপর)
yaẓlimūna
يَظْلِمُونَ
they wronged
জুলুম করেছিল

Transliteration:

Masalu maa yunfiqoona fee haazihil hayaatid dunyaa kamasali reehin feehaa sirrun as aabat harsa qawmin zalamooo anfusahum fa ahlakath; wa maa zalamahumul laahu wa laakin anfusahum yazlimoon (QS. ʾĀl ʿImrān:117)

English Sahih International:

The example of what they spend in this worldly life is like that of a wind containing frost which strikes the harvest of a people who have wronged themselves [i.e., sinned] and destroys it. And Allah has not wronged them, but they wrong themselves. (QS. Ali 'Imran, Ayah ১১৭)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

এ পার্থিব জীবনে তারা যা ব্যয় করে তার দৃষ্টান্ত হিমশীতল বাতাসের মত যা নিজেদের প্রতি যুলমকারী সম্প্রদায়ের শস্যক্ষেত্রকে আঘাত করে এবং তাকে নষ্ট করে। মূলতঃ তাদের প্রতি আল্লাহ কোন প্রকার যুলম করেননি, বরং তারা নিজেরাই নিজেদের প্রতি যুলম করে থাকে। (আল ইমরান, আয়াত ১১৭)

Tafsir Ahsanul Bayaan

তারা যা কিছু পার্থিব জীবনে ব্যয় করে, তার দৃষ্টান্ত হিম-শীতল ঝঞ্জা বায়ুর মত, যা যে জাতি নিজেদের প্রতি অত্যাচার করেছে, তাদের শস্যক্ষেত্রকে আঘাত করে ও তা বিনষ্ট করে দেয়।[১] বস্তুতঃ আল্লাহ তাদের প্রতি যুলুম করেন না, বরং তারা নিজেরাই নিজেদের প্রতি যুলুম করে থাকে।

[১] কিয়ামতের দিন কাফেরদের ধন-সম্পদ না কোন উপকারে আসবে, না তাদের সন্তান-সন্তুতি; এমন কি বাহ্যিকভাবে জন-সাধারণের কল্যাণ ও মঙ্গলের কাজে যে সব অর্থ ব্যয় করে, তাও ব্যর্থ হয়ে যাবে। আর এর উদাহরণ হল, সেই প্রচন্ড ঠান্ডা অথবা গরম প্রবল ঝড়ো হাওয়ার মত, যা সবুজ-শ্যামল শস্যক্ষেতকে ধ্বংস করে দেয়। অত্যাচারী তো এই ক্ষেত দেখে বড়ই আনন্দবোধ করে এবং তার লাভের প্রতি চরম আশাবাদী থাকে, কিন্তু হঠাৎ করে তার সমস্ত আশা-আকাঙ্ক্ষা মাটিতে মিশে যায়। এ থেকে জানা গেল যে, কল্যাণ ও মঙ্গলের কাজে অর্থ ব্যয়কারীদের দুনিয়াতে যতই প্রশংসা হোক না কেন, ঈমান না আনা পর্যন্ত আখেরাতে তারা এ সব কাজের কোনই প্রতিদান পাবে না। সেখানে আছে তাদের জন্য জাহান্নামের চিরন্তন শাস্তি।

Tafsir Abu Bakr Zakaria

এ পার্থিব জীবনে যা তারা ব্যয় করে তার দৃষ্টান্ত হিমশীতল বায়ূ, যা আঘাত করে ঐ জাতির শস্যক্ষেতে যারা নিজেদের উপর যুলুম করেছে; অতঃপর তা ধ্বংস করে দেয়। আর আল্লাহ তাদের প্রতি কোন যুলুম করেননি, তারাই নিজেদের প্রতি যুলুম করে।

Tafsir Bayaan Foundation

তারা দুনিয়ার জীবনে যা ব্যয় করে, তার উপমা সেই বাতাসের ন্যায়, যাতে রয়েছে প্রচন্ড ঠান্ডা, যা পৌঁছে এমন কওমের শস্যক্ষেতে, যারা নিজদের উপর যুলম করেছিল। অতঃপর তা শস্যক্ষেতকে ধ্বংস করে দেয়। আর আল্লাহ তাদের উপর যুলম করেননি, বরং তারা নিজেরাই নিজদের উপর যুলম করে।

Muhiuddin Khan

এ দুনিয়ার জীবনে যা কিছু ব্যয় করা হয়, তার তুলনা হলো ঝড়ো হাওয়ার মতো, যাতে রয়েছে তুষারের শৈত্য, যা সে জাতির শস্যক্ষেত্রে গিয়ে লেগেছে যারা নিজের জন্য মন্দ করেছে। অতঃপর সেগুলোকে নিঃশেষ করে দিয়েছে। বস্তুতঃ আল্লাহ তাদের উপর কোন অন্যায় করেননি, কিন্তু তারা নিজেরাই নিজেদের উপর অত্যাচার করছিল।

Zohurul Hoque

দুনিয়ার এই জীবনে তারা যা খরচ করে তার দৃষ্টান্ত হচ্ছে বাতাসের দৃষ্টান্তের মতো যাতে রয়েছে কনকনে ঠান্ডা, এ ঝাপটা দিল সেই লোকদের ফসলে যারা নিজেদের প্রতি অন্যায় করেছে, কাজেই এ ধ্বংস করে দিল তা। আর আল্লাহ্ তাদের প্রতি অন্যায় করেন নি, বরং তারা তাদের নিজেদের প্রতি অন্যায় করেছে।