Skip to content

কুরআন মজীদ সূরা আল কাসাস আয়াত ৪০

Qur'an Surah Al-Qasas Verse 40

আল কাসাস [২৮]: ৪০ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

فَاَخَذْنٰهُ وَجُنُوْدَهٗ فَنَبَذْنٰهُمْ فِى الْيَمِّ ۚفَانْظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الظّٰلِمِيْنَ (القصص : ٢٨)

fa-akhadhnāhu
فَأَخَذْنَٰهُ
So We seized him
অতঃপর আমরা ধরলাম তাকে
wajunūdahu
وَجُنُودَهُۥ
and his hosts
ও তার সৈন্যবাহিনীকেও
fanabadhnāhum
فَنَبَذْنَٰهُمْ
and We threw them
অতঃপর আমরা নিক্ষেপ করলাম তাদেরকে
فِى
in
মধ্যে
l-yami
ٱلْيَمِّۖ
the sea
সমুদ্রের
fa-unẓur
فَٱنظُرْ
So see
এখন দেখো
kayfa
كَيْفَ
how
কেমন
kāna
كَانَ
was
হয়েছিলো
ʿāqibatu
عَٰقِبَةُ
(the) end
পরিণাম
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
(of) the wrongdoers
সীমালঙ্ঘনকারীদের

Transliteration:

Fa akhaznaahu wa junoo dahoo fanabaznaahum fil yammi fanzur kaifa kaana 'aaqibatuz zaalimeen (QS. al-Q̈aṣaṣ:40)

English Sahih International:

So We took him and his soldiers and threw them into the sea. So see how was the end of the wrongdoers. (QS. Al-Qasas, Ayah ৪০)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

কাজেই আমি তাকে ও তার বাহিনীকে পাকড়াও করলাম, অতঃপর তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম। এখন দেখ, যালিমদের পরিণতি কী হয়েছিল। (আল কাসাস, আয়াত ৪০)

Tafsir Ahsanul Bayaan

অতএব আমি তাকে ও তার বাহিনীকে পাকড়াও করে সমুদ্রে নিক্ষেপ করলাম।[১] সুতরাং দেখ, সীমালংঘনকারীদের পরিণাম কি ছিল!

[১] যখন তার অবিশ্বাস ও ঔদ্ধত্য সীমা অতিক্রম করল এবং কোনক্রমেই ঈমান আনতে প্রস্তুত হল না, তখন শেষ পর্যন্ত এক সকালে আমি তার সলিল সমাধি ঘটালাম।

(যার বিস্তারিত আলোচনা সূরা শুআরায় ২৬;১০-৬৮ আয়াতে উল্লেখ হয়েছে।)

Tafsir Abu Bakr Zakaria

অতঃপর আমরা তাকে ও তার বাহিনীকে পাকড়াও করলাম এবং তাদেরকে সাগরে নিক্ষেপ করলাম। সুতরাং দেখুন, যালিমদের পরিণাম কিরূপ হয়েছিল!

Tafsir Bayaan Foundation

অতঃপর আমি তাকে ও তার সেনাবাহিনীকে পাকড়াও করলাম, তারপর তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম। অতএব, দেখ যালিমদের পরিণাম কিরূপ হয়েছিল?

Muhiuddin Khan

অতঃপর আমি তাকে ও তার বাহিনীকে পাকড়াও করলাম, তৎপর আমি তাদেরকে সমু˦#2503;দ্র নিক্ষেপ করলাম। অতএব, দেখ জালেমদের পরিণাম কি হয়েছে।

Zohurul Hoque

সেজন্য আমরা তাকে ও তার সাঙ্গোপাঙ্গদের পাকড়াও করেছিলাম, আর তাদের নিক্ষেপ করেছিলাম সমুদ্রে। অতএব দেখ, কেমন হয়েছিল অত্যাচারীদের পরিণাম!