কুরআন মজীদ সূরা নমল আয়াত ৭
Qur'an Surah An-Naml Verse 7
নমল [২৭]: ৭ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
اِذْ قَالَ مُوْسٰى لِاَهْلِهٖٓ اِنِّيْٓ اٰنَسْتُ نَارًاۗ سَاٰتِيْكُمْ مِّنْهَا بِخَبَرٍ اَوْ اٰتِيْكُمْ بِشِهَابٍ قَبَسٍ لَّعَلَّكُمْ تَصْطَلُوْنَ (النمل : ٢٧)
- idh
- إِذْ
- When
- (স্মরণ করো) যখন
- qāla
- قَالَ
- said
- বলেছিলো
- mūsā
- مُوسَىٰ
- Musa
- মূসা
- li-ahlihi
- لِأَهْلِهِۦٓ
- to his family
- উদ্দেশ্যে তার পরিবারের
- innī
- إِنِّىٓ
- "Indeed I
- "নিশ্চয়ই আমি
- ānastu
- ءَانَسْتُ
- perceive
- দেখেছি
- nāran
- نَارًا
- a fire
- আগুন
- saātīkum
- سَـَٔاتِيكُم
- I will bring you
- অচিরেই তোমাদের (কাছে) আসবো আমি
- min'hā
- مِّنْهَا
- from it
- তা হ'তে
- bikhabarin
- بِخَبَرٍ
- some information
- নিয়ে কোনো সংবাদ
- aw
- أَوْ
- or
- অথবা
- ātīkum
- ءَاتِيكُم
- I will bring you
- তোমাদের (কাছে) আসবো আমি
- bishihābin
- بِشِهَابٍ
- a torch
- নিয়ে জ্বলন্ত
- qabasin
- قَبَسٍ
- burning
- অঙ্গার
- laʿallakum
- لَّعَلَّكُمْ
- so that you may
- যাতে তোমরা
- taṣṭalūna
- تَصْطَلُونَ
- warm yourselves"
- আগুন পোহাতে পারো"
Transliteration:
Iz qaala Moosaa li ahliheee inneee aanastu naaran saaateekum minhaa bikhabarin aw aateekum bishihaabin qabasil la'allakum tastaloon(QS. an-Naml:7)
English Sahih International:
[Mention] when Moses said to his family, "Indeed, I have perceived a fire. I will bring you from there information or will bring you a burning torch that you may warm yourselves." (QS. An-Naml, Ayah ৭)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
স্মরণ কর যখন মূসা তার পরিবারবর্গকে বলেছিল- ‘আমি আগুন দেখেছি, কাজেই আমি শীঘ্রই সেখান থেকে তোমাদের জন্য খবর নিয়ে আসব কিংবা তোমাদের কাছে জ্বলন্ত আগুন নিয়ে আসব যাতে তোমরা আগুন পোহাতে পার।’ (নমল, আয়াত ৭)
Tafsir Ahsanul Bayaan
স্মরণ কর সে সময়ের কথা, যখন মূসা তার পরিবারবর্গকে বলেছিল, ‘আমি আগুন দেখেছি, সম্ভবতঃ আমি সেখান থেকে তোমাদের জন্য কোন খবর আনতে পারব, অথবা তোমাদের জন্য আনতে পারব জ্বলন্ত কাষ্ঠখন্ড; যাতে তোমরা আগুন পোহাতে পার।’ [১]
[১] এটি ঐ সময়কার ঘটনা যখন মূসা (আঃ) নিজ স্ত্রীকে নিয়ে দেশে ফিরছিলেন। রাতের অন্ধকারে রাস্তা নির্ণয় করতে পারছিলেন না। আর শীতের প্রকোপ থেকে বাঁচার জন্য আগুনেরও প্রয়োজন ছিল।
Tafsir Abu Bakr Zakaria
স্মরণ করুন, যখন মূসা তার পরিবারের লোকদেরকে বলেছিলেন, ‘নিশ্চয় আমি আগুন দেখেছি, অচিরেই আমি সেখান থেকে তোমাদের জন্য কোন খবর আনব অথবা তোমাদের জন্য আনব জলন্ত অঙ্গার, যাতে তোমরা আগুন পোহাতে পার [১]।’
[১] মূসা আলাইহিসসালাম এ স্থলে দু’টি প্রয়োজনের সম্মুখীন হন। এক, হারানো পথ জিজ্ঞাসা। দুই, আগুন থেকে উত্তাপ সংগ্ৰহ। কেননা, রাত্রি ছিল কনকনে শীতের। [বাগভী] এ ব্যাপারে আরও আলোচনা পূর্বে সূরা ত্বা-হা এর ১০ নং আয়াতের ব্যাখ্যায় গত হয়েছে।
Tafsir Bayaan Foundation
স্মরণ কর, যখন মূসা তার পরিবারবর্গকে বলল, নিশ্চয় আমি আগুন দেখেছি। শীঘ্রই আমি সেখান থেকে তোমাদের জন্য কোন খবর নিয়ে আসব অথবা তোমাদের জন্য জ্বলন্ত আঙ্গার নিয়ে আসব। যাতে তোমরা আগুন পোহাতে পার।
Muhiuddin Khan
যখন মূসা তাঁর পরিবারবর্গকে বললেনঃ আমি অগ্নি দেখেছি, এখন আমি সেখান থেকে তোমাদের জন্যে কোন খবর আনতে পারব অথবা তোমাদের জন্যে জ্বলন্ত অঙ্গার নিয়ে আসতে পারব যাতে তোমরা আগুন পোহাতে পার।
Zohurul Hoque
স্মরণ করো! মূসা তাঁর পরিজনকে বললেন -- ''নিঃসন্দেহ আমি আগুনের আভাস পাচ্ছি, আমি এখনি সেখান থেকে তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসছি, অথবা তোমাদের জন্য জ্বলন্ত আঙটা নিয়ে আসছি যাতে তোমরা নিজেদের গরম করতে পার।’’