Skip to content

কুরআন মজীদ সূরা নমল আয়াত ৪৬

Qur'an Surah An-Naml Verse 46

নমল [২৭]: ৪৬ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

قَالَ يٰقَوْمِ لِمَ تَسْتَعْجِلُوْنَ بِالسَّيِّئَةِ قَبْلَ الْحَسَنَةِۚ لَوْلَا تَسْتَغْفِرُوْنَ اللّٰهَ لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ (النمل : ٢٧)

qāla
قَالَ
He said
(সালেহ) বললো
yāqawmi
يَٰقَوْمِ
"O my people!
"হে আমার জাতি
lima
لِمَ
Why
কেন
tastaʿjilūna
تَسْتَعْجِلُونَ
(do) you seek to hasten
তোমরা তাড়াতাড়ি করতে চাচ্ছো
bil-sayi-ati
بِٱلسَّيِّئَةِ
the evil
অকল্যাণকে
qabla
قَبْلَ
before
পূর্বে
l-ḥasanati
ٱلْحَسَنَةِۖ
the good?
কল্যাণের
lawlā
لَوْلَا
Why not
কেন না
tastaghfirūna
تَسْتَغْفِرُونَ
you ask forgiveness
তোমরা ক্ষমা চাচ্ছো
l-laha
ٱللَّهَ
(of) Allah
আল্লাহর (নিকট)
laʿallakum
لَعَلَّكُمْ
so that you may
হয়তো তোমাদের (প্রতি)
tur'ḥamūna
تُرْحَمُونَ
receive mercy?"
করুণা করা হবে"

Transliteration:

Qaala yaa qawmi lima tasta'jiloona bissaiyi'ati qablal hasanati law laa tas taghfiroonal laaha la'allakum turhamoon (QS. an-Naml:46)

English Sahih International:

He said, "O my people, why are you impatient for evil before [i.e., instead of] good? Why do you not seek forgiveness of Allah that you may receive mercy?" (QS. An-Naml, Ayah ৪৬)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

সালিহ্ বলল- ‘হে আমার সম্প্রদায়! তোমরা কল্যাণের পূর্বে দ্রুত অকল্যাণ কামনা করছ কেন? তোমরা কেন আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা কর না যাতে তোমরা রহমতপ্রাপ্ত হও?’ (নমল, আয়াত ৪৬)

Tafsir Ahsanul Bayaan

সে বলল, ‘হে আমার সম্প্রদায়! তোমরা কেন কল্যাণের পরিবর্তে অকল্যাণ ত্বরান্বিত করতে চাচ্ছ?[১] কেন তোমরা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছ না; যাতে তোমরা করুণার পাত্র হতে পার?’

[১] অর্থাৎ, ঈমান আনার পরিবর্তে তোমরা কেন কুফরীর উপর চলতে চাচ্ছ; যা আযাবের কারণ হবে? এ ছাড়া তাদের অবাধ্যতা ও ঔদ্ধত্যের কারণে তারা বলত, আমাদের উপর আযাব নিয়ে এসো। যার উত্তরে সালেহ এ কথাগুলি বললেন।

Tafsir Abu Bakr Zakaria

তিনি বললেন, ‘হে আমার সম্প্রদায় ! তোমরা কেন কল্যাণের আগে অকল্যাণ ত্বরান্বিত করতে চাচ্ছ [১]? কেন তোমরা আল্লাহ্‌র কাছে ক্ষমা প্রার্থনা করছ না, যাতে তোমরা রহমত পেতে পার?’


[১] অর্থাৎ আল্লাহ্‌র কাছে কল্যাণ চাওয়ার পরিবর্তে অকল্যাণ চাওয়ার ব্যাপারে তাড়াহুড়া করছো কেন? অন্য জায়গায় সালেহের জাতির সরদারদের এ উক্তি উদ্ধৃত করা হয়েছেঃ “হে সালেহ! আনো সেই আযাব আমাদের উপর, যার হুমকি তুমি আমাদের দিয়ে থাকো, যদি সত্যি তুমি রসূল হয়ে থাকো।” [সূরা আল-আ‘রাফঃ ৭৭]

Tafsir Bayaan Foundation

সে বলল, ‘হে আমার কওম, তোমরা কল্যাণের পূর্বে কেন অকল্যাণকে তরান্বিত করতে চাইছ? কেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছ না যেন তোমাদেরকে রহমত করা হয়’?

Muhiuddin Khan

সালেহ বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা কল্যাণের পূর্বে দ্রুত অকল্যাণ কামনা করছ কেন? তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছ না কেন? সম্ভবতঃ তোমরা দয়াপ্রাপ্ত হবে।

Zohurul Hoque

তিনি বললেন -- ''হে আমার স্বজাতি, তোমরা কেন মন্দকে ত্বরান্বিত করতে চাইছ ভালর আগে? কেন তোমরা আল্লাহর পরিত্রাণ খোঁজো না যাতে তোমাদের করুণা করা হয়?’’