কুরআন মজীদ সূরা নমল আয়াত ৩৭
Qur'an Surah An-Naml Verse 37
নমল [২৭]: ৩৭ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
اِرْجِعْ اِلَيْهِمْ فَلَنَأْتِيَنَّهُمْ بِجُنُوْدٍ لَّا قِبَلَ لَهُمْ بِهَا وَلَنُخْرِجَنَّهُمْ مِّنْهَآ اَذِلَّةً وَّهُمْ صَاغِرُوْنَ (النمل : ٢٧)
- ir'jiʿ
- ٱرْجِعْ
- Return
- ফিরে যাও
- ilayhim
- إِلَيْهِمْ
- to them
- নিকট তাদের
- falanatiyannahum
- فَلَنَأْتِيَنَّهُم
- surely we will come to them
- অতঃপর অবশ্যই আমরা কাছে আসবোই তাদের
- bijunūdin
- بِجُنُودٍ
- with hosts
- সহ এক সৈন্যবাহিনী
- lā
- لَّا
- not
- নেই
- qibala
- قِبَلَ
- (is) resistance
- রুখবার শক্তি
- lahum
- لَهُم
- for them
- কাছে তাদের
- bihā
- بِهَا
- of it
- বিষয়ে তার
- walanukh'rijannahum
- وَلَنُخْرِجَنَّهُم
- and surely we will drive them out
- এবং অবশ্যই আমরা বের করবোই তাদেরকে
- min'hā
- مِّنْهَآ
- from there
- হ'তে সেখান
- adhillatan
- أَذِلَّةً
- (in) humiliation
- অপমানিত করে
- wahum
- وَهُمْ
- and they
- যখন তারা
- ṣāghirūna
- صَٰغِرُونَ
- (will be) abased"
- অপদস্হ (হবে)"
Transliteration:
Irji' ilaihim falanaatiyan nahum bijunoodil laa qibala lahum bihaa wa lanukhri jannahum minhaaa azillatanw wa hum saaghiroon(QS. an-Naml:37)
English Sahih International:
Return to them, for we will surely come to them with soldiers that they will be powerless to encounter, and we will surely expel them therefrom in humiliation, and they will be debased." (QS. An-Naml, Ayah ৩৭)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
তাদের কাছে ফিরে যাও, আমি অবশ্য অবশ্যই তাদের বিরুদ্ধে এক সেনাবাহিনী নিয়ে আসব যার মুকাবালা করার শক্তি তাদের নেই, আমি অবশ্য অবশ্যই তাদেরকে অপমানিত করে সেখানে থেকে বের করে দেব আর তারা হবে অপদস্থ।’ (নমল, আয়াত ৩৭)
Tafsir Ahsanul Bayaan
ওদের নিকট তুমি ফিরে যাও,[১] আমি অবশ্যই ওদের বিরুদ্ধে এমন এক সৈন্য বাহিনী নিয়ে উপস্থিত হব, যার মুকাবিলা করার শক্তি ওদের নেই। আমি অবশ্যই ওদেরকে সেখান থেকে লাঞ্ছিতভাবে বহিষ্কৃত করব এবং ওরা হবে অবনমিত।’ [২]
[১] এখানে একবচন ক্রিয়া ব্যবহার করা হয়েছে, যদিও এর আগে বহুবচন ব্যবহার করা হয়েছে। কারণ, কখনো পুরো দলকে সম্বোধন করা হয়েছে। আবার কখনো কেবল তাদের নেতাকে।
[২] সুলাইমান (আঃ) কেবলমাত্র সম্রাট ছিলেন না বরং নবীও ছিলেন। সেই কারণে তাঁর পক্ষ হতে মানুষকে ছোট করে লাঞ্ছিত করা সম্ভব ছিল না। কিন্তু যুদ্ধের পরিণাম এই হয়ে থাকে। কারণ, যুদ্ধ হচ্ছে হত্যা, রক্তপাত ও বন্দী করারই নাম। অপমানিত ও লাঞ্ছিত করা বলতে তাই বুঝানো হয়েছে। তাছাড়া আল্লাহর কোন নবী মানুষকে শুধু শুধু অপমান করতে পারেন না। যেমন, যুদ্ধের সময় মহানবী (সাঃ)-এর সুন্দর নীতি ও উত্তম আদর্শ ছিল।
Tafsir Abu Bakr Zakaria
‘তাদের কাছে ফিরে যাও, অতঃপর আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে নিয়ে আসব এক সৈন্য বাহিনী যার মুকাবিলা করার শক্তি তাদের নেই। আর আমরা অবশ্যই তাদেরকে সেখান থেকে বহিষ্কৃত করব লাঞ্ছিতভাবে এবং তারা হবে অপদস্থ।’
Tafsir Bayaan Foundation
‘তোমরা তাদের কাছে ফিরে যাও। তারপর আমি অবশ্যই তাদের কাছে এমন সৈন্যবাহিনী নিয়ে আসব যার মুকাবিলা করার শক্তি তাদের নেই। আর আমি অবশ্যই তাদেরকে সেখান থেকে লাঞ্ছিত অবস্থায় বের করে দেব আর তারা অপমানিত।’
Muhiuddin Khan
ফিরে যাও তাদের কাছে। এখন অবশ্যই আমি তাদের বিরুদ্ধে এক সৈন্যবাহিনী নিয়ে আসব, যার মোকাবেলা করার শক্তি তাদের নেই। আমি অবশ্যই তাদেরকে অপদস্থ করে সেখান থেকে বহিষ্কৃত করব এবং তারা হবে লাঞ্ছিত।
Zohurul Hoque
''তাদের কাছে ফিরে যাও, আমরা অবশ্যই তাদের কাছে আসব সৈন্যবাহিনী নিয়ে যার মোকাবিলা করার ক্ষমতা তাদের নেই, আর আমরা অবশ্যই সেখান থেকে তাদের বহিস্কার করব লাঞ্ছনার সাথে, আর তারা বনবে ছোটলোক।’’