কুরআন মজীদ সূরা নমল আয়াত ৩৪
Qur'an Surah An-Naml Verse 34
নমল [২৭]: ৩৪ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
قَالَتْ اِنَّ الْمُلُوْكَ اِذَا دَخَلُوْا قَرْيَةً اَفْسَدُوْهَا وَجَعَلُوْٓا اَعِزَّةَ اَهْلِهَآ اَذِلَّةً ۚوَكَذٰلِكَ يَفْعَلُوْنَ (النمل : ٢٧)
- qālat
- قَالَتْ
- She said
- (রানী) বললো
- inna
- إِنَّ
- "Indeed
- "নিশ্চয়ই
- l-mulūka
- ٱلْمُلُوكَ
- the kings
- রাজারা
- idhā
- إِذَا
- when
- যখন
- dakhalū
- دَخَلُوا۟
- they enter
- তারা প্রবেশ করে
- qaryatan
- قَرْيَةً
- a town
- কোনো জনপদে
- afsadūhā
- أَفْسَدُوهَا
- they ruin it
- তা বিপর্যস্ত করে তারা
- wajaʿalū
- وَجَعَلُوٓا۟
- and make
- ও তারা বানিয়ে দেয়
- aʿizzata
- أَعِزَّةَ
- (the) most honorable
- মর্যাদাবানদেরকে
- ahlihā
- أَهْلِهَآ
- (of) its people
- অধিবাসীদের তার
- adhillatan
- أَذِلَّةًۖ
- (the) lowest
- অপদস্হ
- wakadhālika
- وَكَذَٰلِكَ
- And thus
- আর এরূপই
- yafʿalūna
- يَفْعَلُونَ
- they do
- তারা করবে
Transliteration:
Qaalat innal mulooka izaa dakhaloo qaryatan afsadoohaa wa ja'alooo a'izzata ahlihaaa azillah; wa kazaalika yaf'aloon(QS. an-Naml:34)
English Sahih International:
She said, "Indeed kings – when they enter a city, they ruin it and render the honored of its people humbled. And thus do they do. (QS. An-Naml, Ayah ৩৪)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
সে বলল- ‘রাজারা যখন কোন জনপদে ঢুকে তখন বিপর্যয় ডেকে আনে এবং তথাকার সম্মানিত ব্যক্তিদেরকে অপমানিত করে ছাড়ে আর এরাও তাই করবে। (নমল, আয়াত ৩৪)
Tafsir Ahsanul Bayaan
সে বলল, ‘রাজা-বাদশারা যখন কোন জনপদে প্রবেশ করে,[১] তখন ওকে বিপর্যস্ত করে দেয় এবং সেখানকার মর্যাদাবান ব্যক্তিদের অপদস্থ করে; [২] এরাও এরূপই করবে। [৩]
[১] অর্থাৎ, শক্তি দ্বারা বিজয়ী হয়ে।
[২] অর্থাৎ হত্যা, লুটতরাজ ও বন্দী করার মাধ্যমে।
[৩] কোন কোন তফসীরকারের মতে এটি আল্লাহর উক্তি, যা সাবা'-রাণীর সমর্থনে বলা হয়েছে। আবার কারো কারো মতে, এটি বিলকীসেরই কথা ও তার শেষাংশ। আর এ মতই বাগধারার বেশী নিকটবর্তী।
Tafsir Abu Bakr Zakaria
সে নারী বলল, ‘রাজা-বাদশারা যখন কোন জনপদে প্রবেশ করে তখন তো সেটাকে বিপর্যস্ত করে দেয় এবং সেখানকার মর্যাদাবান ব্যাক্তিদেরকে অপদস্ত করে, আর এরূপ করাই তাদের রীতি [১];
[১] আর এরূপ করাই তাদের রীতি। এ কথাটি যদি ‘সাবা’ সম্রাজ্ঞীর হয় তবে এর অর্থ দু’টি হতে পারেঃ এক, কথাটি তিনি আগের কথার তাকিদ হিসেবে ব্যবহার করেছেন। অর্থাৎ রাজা বাদশাহগণ কোন দেশ জোর করে দখল করেন তখন সেখানকার সম্মানিত অধিবাসীদের অসম্মানিত করে তাদের মনে ভয়-ভীতি ঢুকিয়ে দিয়ে রাষ্ট্রযন্ত্র নিয়ন্ত্রণ করা তাদের চিরাচরিত নিয়ম। [মুয়াসসার] দুই, অথবা তিনি একথা বলতে চেয়েছেন যে, যেহেতু রাজা-বাদশাহগণ এরূপ করে থাকেন তাই সুলাইমান ও তার সৈন্য-সামন্তরা অনুরূপ কাজই করবে। [জালালাইন] আর যদি এ কথাটি আল্লাহ্র কথা হয় তবে তা দ্বারা আল্লাহ্ তা‘আলা সাবা সম্রাজ্ঞীর কথাকে বাস্তব বলে স্বীকৃতি দিলেন। [ইবন কাসীর; ফাতহুল কাদীর]
Tafsir Bayaan Foundation
সে বলল, ‘নিশ্চয় রাজা-বাদশাহরা যখন কোন জনপদে প্রবেশ করে তখন তাকে বিপর্যস্ত করে এবং সেখানকার সম্মানিত অধিবাসীদেরকে অপদস্থ করে। আর তা-ই তারা করবে’।
Muhiuddin Khan
সে বলল, রাজা বাদশারা যখন কোন জনপদে প্রবেশ করে, তখন তাকে বিপর্যস্ত করে দেয় এবং সেখানকার সম্ভ্রান্ত ব্যক্তিবর্গকে অপদস্থ করে। তারাও এরূপই করবে।
Zohurul Hoque
সে বললে -- ''নিঃসন্দেহ রাজা-বাদশারা যখন কোনো জনপদে প্রবেশ করে তখন তাকে বিপর্যস্ত করে দেয় এবং তার বাসিন্দাদের শ্রেষ্ঠ মর্যাদাসম্পন্নদের বানিয়ে দেয় চরম লাঞ্ছিত, আর এইভাবেই তারা করে থাকে।