Skip to content

কুরআন মজীদ সূরা নমল আয়াত ৩৩

Qur'an Surah An-Naml Verse 33

নমল [২৭]: ৩৩ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

قَالُوْا نَحْنُ اُولُوْا قُوَّةٍ وَّاُولُوْا بَأْسٍ شَدِيْدٍ ەۙ وَّالْاَمْرُ اِلَيْكِ فَانْظُرِيْ مَاذَا تَأْمُرِيْنَ (النمل : ٢٧)

qālū
قَالُوا۟
They said
(সভাসদবৃন্দ) বললো
naḥnu
نَحْنُ
"We
"আমরা
ulū
أُو۟لُوا۟
(are) possessors
অধিকারী
quwwatin
قُوَّةٍ
(of) strength
শক্তির (অর্থাৎ বড় শক্তিশালী)
wa-ulū
وَأُو۟لُوا۟
and possessors
ও (দক্ষতার) অধিকারী
basin
بَأْسٍ
(of) might
যুদ্ধ বিগ্রহে
shadīdin
شَدِيدٍ
great
কঠোর
wal-amru
وَٱلْأَمْرُ
and the command
তবে (সিদ্ধান্তের) কাজ
ilayki
إِلَيْكِ
(is) up to you
কাছে আপনারই
fa-unẓurī
فَٱنظُرِى
so look
তাই ভেবে দেখুন
mādhā
مَاذَا
what
কি
tamurīna
تَأْمُرِينَ
you will command"
নির্দেশ দিবেন"

Transliteration:

Qaaloo nahnu uloo quwwatinw wa uloo baasin shadeed; wal amru ilaiki fanzuree maazaa taamureen (QS. an-Naml:33)

English Sahih International:

They said, "We are men of strength and of great military might, but the command is yours, so see what you will command." (QS. An-Naml, Ayah ৩৩)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তারা বলল- ‘আমরা শক্তির অধিকারী ও কঠোর যোদ্ধা, কিন্তু সিন্ধান্ত গ্রহণের অধিকারী আপনিই, কাজেই চিন্তা করে দেখুন, আপনি কী আদেশ করবেন।’ (নমল, আয়াত ৩৩)

Tafsir Ahsanul Bayaan

ওরা বলল, ‘আমরা তো শক্তিশালী ও কঠোর যোদ্ধা;[১] তবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আপনারই, কি আদেশ করবেন, তা আপনি ভেবে দেখুন।’ [২]

[১] অর্থাৎ, আমাদের শক্তি ও অস্ত্র-শস্ত্র রয়েছে এবং যুদ্ধের সময় আমরা বীরত্বের সাথে লড়ার ক্ষমতাও রাখি। এই জন্য নতি স্বীকার করা ও দমিত হওয়ার কোন প্রয়োজন নেই।

[২] যেহেতু, আমরা আপনার অনুগত, আপনি যে আদেশ করবেন, আমরা তা মান্য করব।

Tafsir Abu Bakr Zakaria

তারা বলল, ‘আমরা তো শক্তিশালী ও কঠোর যোদ্ধা; তবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আপনারই, কি আদেশ করবেন তা আপনি ভেবে দেখুন।’

Tafsir Bayaan Foundation

তারা বলল, ‘আমরা শক্তিশালী ও কঠোর যোদ্ধা, আর সিদ্ধান্ত আপনার কাছেই। অতএব চিন্তা করে দেখুন, আপনি কী নির্দেশ দেবেন’।

Muhiuddin Khan

তারা বলল, আমরা শক্তিশালী এবং কঠোর যোদ্ধা। এখন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আপনারই। অতএব আপনি ভেবে দেখুন, আমাদেরকে কি আদেশ করবেন।

Zohurul Hoque

তারা বললে -- ''আমরা শক্তির অধিকারী এবং প্রবল বিক্রমেরও অধিকারী, আর হুকুম আপনারই কাছে, অতএব ভেবে দেখুন কী আপনি হুকুম করবেন।’’