Skip to content

কুরআন মজীদ সূরা নমল আয়াত ২৭

Qur'an Surah An-Naml Verse 27

নমল [২৭]: ২৭ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

۞ قَالَ سَنَنْظُرُ اَصَدَقْتَ اَمْ كُنْتَ مِنَ الْكٰذِبِيْنَ (النمل : ٢٧)

qāla
قَالَ
He said
(সুলায়মান) বললো
sananẓuru
سَنَنظُرُ
"We will see
"শীঘ্রই আমরা দেখবো
aṣadaqta
أَصَدَقْتَ
whether you speak (the) truth
কি তুমি সত্য বলেছো
am
أَمْ
or
না
kunta
كُنتَ
you are
তুমি
mina
مِنَ
of
অন্তর্ভুক্ত
l-kādhibīna
ٱلْكَٰذِبِينَ
the liars
মিথ্যাবাদীদের

Transliteration:

Qaala sananzuru asadaqta am kunta minal kaazibeen (QS. an-Naml:27)

English Sahih International:

[Solomon] said, "We will see whether you were truthful or were of the liars. (QS. An-Naml, Ayah ২৭)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

সুলাইমান বলল- ‘এখন আমি দেখব, তুমি সত্য বলেছ, না তুমি মিথ্যেবাদী। (নমল, আয়াত ২৭)

Tafsir Ahsanul Bayaan

(সুলাইমান) বলল, ‘আমি দেখব, তুমি কি সত্য বলেছ, না তুমি মিথ্যাবাদী?

Tafsir Abu Bakr Zakaria

সুলাইমান বললেন, ‘আমরা দেখব তুমি কি সত্য বলেছ, নাকি তুমি মিথ্যুকদের অন্তর্ভুক্ত?

Tafsir Bayaan Foundation

সুলাইমান বলল, আমরা দেখব, ‘তুমি কি সত্য বলেছ, নাকি তুমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত’।

Muhiuddin Khan

সুলায়মান বললেন, এখন আমি দেখব তুমি সত্য বলছ, না তুমি মিথ্যবাদী।

Zohurul Hoque

তিনি বললেন -- ''আমরা শীঘ্রই দেখব তুমি কি সত্য বলছ, না তুমি মিথ্যাবাদীদের মধ্যেকার?