কুরআন মজীদ সূরা নমল আয়াত ১
Qur'an Surah An-Naml Verse 1
নমল [২৭]: ১ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
طٰسۤ ۚ تِلْكَ اٰيٰتُ الْقُرْاٰنِ وَكِتَابٍ مُّبِيْنٍ ۙ (النمل : ٢٧)
- tta-seen
- طسٓۚ
- Ta Seen
- ত্বা-সীন
- til'ka
- تِلْكَ
- These
- এই
- āyātu
- ءَايَٰتُ
- (are the) Verses
- আয়াতসমূহ
- l-qur'āni
- ٱلْقُرْءَانِ
- (of) the Quran
- কুরআনের
- wakitābin
- وَكِتَابٍ
- and a Book
- ও কিতাবের
- mubīnin
- مُّبِينٍ
- clear
- (যা) সুস্পষ্ট
Transliteration:
Taa-Seeen; tilka Aayaatul Qur-aani wa Kitaabim Mubeen(QS. an-Naml:1)
English Sahih International:
Ta, Seen. These are the verses of the Quran [i.e., recitation] and a clear Book. (QS. An-Naml, Ayah ১)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
তা-সীন, এগুলো কুরআনের আয়াত ও সুস্পষ্ট কিতাবের; (নমল, আয়াত ১)
Tafsir Ahsanul Bayaan
ত্ব-সীন; এগুলি কুরআন ও সুস্পষ্ট গ্রন্থের বাক্য;
Tafsir Abu Bakr Zakaria
ত্বা-সীন; এগুলো আল-কুরআন এবং সুস্পষ্ট কিতাবের আয়াত [১];
[১] “সুস্পষ্ট কিতাবের” একটি অর্থ হচ্ছে, এ কিতাবটি নিজের শিক্ষা, বিধান ও নিদের্শগুলো একেবারে দ্ব্যর্থহীন পদ্ধতিতে বর্ণনা করে দেয়। এর দ্বিতীয় অর্থ হচ্ছে, এটি যে আল্লাহ্র কিতাব সে ব্যাপারটি সুস্পষ্ট। [ফাতহুল কাদীর]
Tafsir Bayaan Foundation
ত্ব-সীন; এগুলো আল-কুরআন ও সুস্পষ্ট কিতাবের আয়াত।
Muhiuddin Khan
ত্বা-সীন; এগুলো আল-কোরআনের আয়াত এবং আয়াত সুস্পষ্ট কিতাবের।
Zohurul Hoque
ত্বা, সীন। এ-সব হচ্ছে কুরআনের তথা সুস্পষ্ট গ্রন্থের বাণীসমূহ, --