Skip to content

কুরআন মজীদ সূরা আশ-শো'আরা আয়াত ৭৯

Qur'an Surah Ash-Shu'ara Verse 79

আশ-শো'আরা [২৬]: ৭৯ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

وَالَّذِيْ هُوَ يُطْعِمُنِيْ وَيَسْقِيْنِ ۙ (الشعراء : ٢٦)

wa-alladhī
وَٱلَّذِى
And the One Who
এবং তিনিই
huwa
هُوَ
[He]
যিনি
yuṭ'ʿimunī
يُطْعِمُنِى
gives me food
আমাকে খাওয়ান
wayasqīni
وَيَسْقِينِ
and gives me drink
ও আমাকে পান করান

Transliteration:

Wallazee Huwa yut'imunee wa yasqeen (QS. aš-Šuʿarāʾ:79)

English Sahih International:

And it is He who feeds me and gives me drink. (QS. Ash-Shu'ara, Ayah ৭৯)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আর তিনিই আমাকে খাওয়ান ও পান করান। (আশ-শো'আরা, আয়াত ৭৯)

Tafsir Ahsanul Bayaan

তিনিই আমাকে খাওয়ান এবং তিনিই আমাকে পান করান। [১]

[১] অর্থাৎ, নানান প্রকার ও বিভিন্ন ধরনের রুযীর সৃষ্টিকর্তা। আর যে পানি আমরা পান করি, তার সরবরাহকারীও তিনি।

Tafsir Abu Bakr Zakaria

আর ‘তিনিই আমাকে খাওয়ান ও পান করান।

Tafsir Bayaan Foundation

‘আর যিনি আমাকে খাওয়ান এবং পান করান’।

Muhiuddin Khan

যিনি আমাকে আহার এবং পানীয় দান করেন,

Zohurul Hoque

''আর যিনি আমাকে আহার করান এবং পান করতে দেন,