Skip to content

কুরআন মজীদ সূরা আশ-শো'আরা আয়াত ৬৬

Qur'an Surah Ash-Shu'ara Verse 66

আশ-শো'আরা [২৬]: ৬৬ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

ثُمَّ اَغْرَقْنَا الْاٰخَرِيْنَ ۗ (الشعراء : ٢٦)

thumma
ثُمَّ
Then
এরপর
aghraqnā
أَغْرَقْنَا
We drowned
আমরা ডুবিয়ে দিলাম
l-ākharīna
ٱلْءَاخَرِينَ
the others
অন্যান্যদেরকে

Transliteration:

Summa aghraqnal aakhareen (QS. aš-Šuʿarāʾ:66)

English Sahih International:

Then We drowned the others. (QS. Ash-Shu'ara, Ayah ৬৬)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

অতঃপর অপর দলটিকে ডুবিয়ে মারলাম। (আশ-শো'আরা, আয়াত ৬৬)

Tafsir Ahsanul Bayaan

তারপর অপর দলটিকে নিমজ্জিত করলাম। [১]

[১] মূসা (আঃ) ও তাঁর উপর ঈমান আনয়নকারীদেরকে আমি পরিত্রাণ দিলাম এবং ফিরআউন ও তার সৈন্যরা যখন ঐ রাস্তা পার হতে লাগল, তখন আমি সমুদ্রকে আগের মত স্বাভাবিক হতে আদেশ করলাম। যার ফলে ফিরআউন তার সৈন্যসহ ডুবে মরল।

Tafsir Abu Bakr Zakaria

তারপর নিমজ্জিত করলাম অন্য দলটিকে।

Tafsir Bayaan Foundation

তারপর অপর দলটিকে ডুবিয়ে দিলাম।

Muhiuddin Khan

অতঃপর অপর দলটিকে নিমজ্জত কললাম।

Zohurul Hoque

তারপর অন্যদেরকে আমরা ডুবিয়ে দিয়েছিলাম।