Skip to content

কুরআন মজীদ সূরা আশ-শো'আরা আয়াত ৬০

Qur'an Surah Ash-Shu'ara Verse 60

আশ-শো'আরা [২৬]: ৬০ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

فَاَتْبَعُوْهُمْ مُّشْرِقِيْنَ (الشعراء : ٢٦)

fa-atbaʿūhum
فَأَتْبَعُوهُم
So they followed them
অতঃপর তারা পিছু নিলো তাদেরকে
mush'riqīna
مُّشْرِقِينَ
(at) sunrise
সূর্যোদয়ের সময়

Transliteration:

Fa atba'oohum mushriqeen (QS. aš-Šuʿarāʾ:60)

English Sahih International:

So they pursued them at sunrise. (QS. Ash-Shu'ara, Ayah ৬০)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

কাজেই তারা (অর্থাৎ ফেরাউন গোষ্ঠী) সূর্যোদয়কালে তাদের পশ্চাদ্ধাবন করল। (আশ-শো'আরা, আয়াত ৬০)

Tafsir Ahsanul Bayaan

ওরা সূর্যোদয়কালে তাদের পশ্চাদ্ধাবন করল। [১]

[১] যখন সকাল হল এবং ফিরআউন জানতে পারল যে, বনী-ইস্রাঈল রাত্রে পলায়ন করেছে, তখন তার মর্যাদা ও ক্ষমতায় আঘাত লাগলো এবং সূর্য ওঠার সাথে সাথেই তাদের পিছু ধাওয়া করল।

Tafsir Abu Bakr Zakaria

অতঃপর তারা সূর্যোদয়কালে ওদের পিছনে এসে পড়ল।

Tafsir Bayaan Foundation

তারপর তারা সূর্যোদয়ের প্রাক্কালে তাদের পিছু নিল।

Muhiuddin Khan

অতঃপর সুর্যোদয়ের সময় তারা তাদের পশ্চাদ্ধাবন করল।

Zohurul Hoque

তারপর তারা এদের পশ্চাদ্ধাবন করেছিল সূর্যোদয়কালে।