Skip to content

কুরআন মজীদ সূরা আশ-শো'আরা আয়াত ৫

Qur'an Surah Ash-Shu'ara Verse 5

আশ-শো'আরা [২৬]: ৫ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

وَمَا يَأْتِيْهِمْ مِّنْ ذِكْرٍ مِّنَ الرَّحْمٰنِ مُحْدَثٍ اِلَّا كَانُوْا عَنْهُ مُعْرِضِيْنَ (الشعراء : ٢٦)

wamā
وَمَا
And (does) not
এবং না
yatīhim
يَأْتِيهِم
come to them
আসে তাদের (কাছে)
min
مِّن
any
কোনো
dhik'rin
ذِكْرٍ
reminder
উপদেশ
mina
مِّنَ
from
হ'তে
l-raḥmāni
ٱلرَّحْمَٰنِ
the Most Gracious
দয়াময়
muḥ'dathin
مُحْدَثٍ
new
(উপদেশ) নতুন
illā
إِلَّا
but
এ ছাড়া যে
kānū
كَانُوا۟
they
তারা ছিলো
ʿanhu
عَنْهُ
from it
তা হতে
muʿ'riḍīna
مُعْرِضِينَ
turn away
মুখ ফিরিয়ে নিতো

Transliteration:

Wa maa yaateehim min zikrim minar Rahmaani muhdasin illaa kaanoo 'anhu mu'rideen (QS. aš-Šuʿarāʾ:5)

English Sahih International:

And no mention [i.e., revelation] comes to them anew from the Most Merciful except that they turn away from it. (QS. Ash-Shu'ara, Ayah ৫)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তাদের কাছে যখনই দয়াময় আল্লাহর পক্ষ হতে নতুন কোন নসীহত আসে তখনই তারা তাত্থেকে মুখ ফিরিয়ে নেয়। (আশ-শো'আরা, আয়াত ৫)

Tafsir Ahsanul Bayaan

যখনই ওদের নিকট পরম দয়াময়ের কোন নতুন উপদেশ আসে, তখনই ওরা তা থেকে মুখ ফিরিয়ে নেয়।

Tafsir Abu Bakr Zakaria

আর যখনই তাদের কাছে দয়াময়ের কাছ থেকে কোন নতুন উপদেশ আসে, তখনই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়।

Tafsir Bayaan Foundation

আর যখনই তাদের কাছে পরম করুণাময়ের পক্ষ থেকে কোন নতুন উপদেশ আসে তখনই তারা তা থেকে বিমুখ হয়।

Muhiuddin Khan

যখনই তাদের কাছে রহমান এর কোন নতুন উপদেশ আসে, তখনই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়।

Zohurul Hoque

আর তাদের নিকট পরম করুণাময়ের কাছ থেকে কোনো নতুন স্মরণীয়-বার্তা আসতে না আসতেই তারা তা থেকে বিমুখ হয়ে যায়।