কুরআন মজীদ সূরা আশ-শো'আরা আয়াত ৪৮
Qur'an Surah Ash-Shu'ara Verse 48
আশ-শো'আরা [২৬]: ৪৮ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
رَبِّ مُوْسٰى وَهٰرُوْنَ (الشعراء : ٢٦)
- rabbi
- رَبِّ
- Lord
- (যিনি) রব
- mūsā
- مُوسَىٰ
- (of) Musa
- মূসার
- wahārūna
- وَهَٰرُونَ
- and Harun"
- ও হারুনের"
Transliteration:
Rabbi Moosaa wa Haaroon(QS. aš-Šuʿarāʾ:48)
English Sahih International:
The Lord of Moses and Aaron." (QS. Ash-Shu'ara, Ayah ৪৮)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
যিনি মূসা ও হারুনের প্রতিপালক।’ (আশ-শো'আরা, আয়াত ৪৮)
Tafsir Ahsanul Bayaan
যিনি মূসা এবং হারূনেরও প্রতিপালক।’
Tafsir Abu Bakr Zakaria
‘যিনি মূসা ও হারূনেরও রব।’
Tafsir Bayaan Foundation
‘মূসা ও হারুনের রব’।
Muhiuddin Khan
যিনি মূসা ও হারুনের রব।
Zohurul Hoque
''যিনি মূসা ও হারুনেরও প্রভু।’’