কুরআন মজীদ সূরা আশ-শো'আরা আয়াত ৩
Qur'an Surah Ash-Shu'ara Verse 3
আশ-শো'আরা [২৬]: ৩ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
لَعَلَّكَ بَاخِعٌ نَّفْسَكَ اَلَّا يَكُوْنُوْا مُؤْمِنِيْنَ (الشعراء : ٢٦)
- laʿallaka
- لَعَلَّكَ
- Perhaps you
- হয়তো তুমি (হে নাবী)
- bākhiʿun
- بَٰخِعٌ
- (would) kill
- ধ্বংসকারী
- nafsaka
- نَّفْسَكَ
- yourself
- তোমার প্রাণ (এ চিন্তায়)
- allā
- أَلَّا
- that not
- যে না
- yakūnū
- يَكُونُوا۟
- they become
- তারা হচ্ছে
- mu'minīna
- مُؤْمِنِينَ
- believers
- মু'মিন
Transliteration:
La'allaka baakhi'un nafsaka allaa yakoonoo mu'mineen(QS. aš-Šuʿarāʾ:3)
English Sahih International:
Perhaps, [O Muhammad], you would kill yourself with grief that they will not be believers. (QS. Ash-Shu'ara, Ayah ৩)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
তুমি হয়ত এ দুঃখে তোমার প্রাণনাশ করবে যে, তারা মু’মিন হচ্ছে না। (আশ-শো'আরা, আয়াত ৩)
Tafsir Ahsanul Bayaan
ওরা বিশ্বাস করে না বলে তুমি হয়তো মনঃকষ্টে আত্মঘাতী হয়ে পড়বে। [১]
[১] নবী (সাঃ)-এর অন্তরে মানুষের প্রতি যে মমতা এবং তাদের হিদায়াতের জন্য তাঁর অন্তরে যে ব্যাকুলতা অনুভব করতেন তারই বহিঃপ্রকাশ ঘটেছে এখানে।
Tafsir Abu Bakr Zakaria
তারা মুমিন হচ্ছে না বলে আপনি হয়ত মনোকষ্টে আত্মঘাতী হয়ে পড়বেন।
Tafsir Bayaan Foundation
তারা মুমিন হবে না বলে হয়ত তুমি আত্মবিনাশী হয়ে পড়বে।
Muhiuddin Khan
তারা বিশ্বাস করে না বলে আপনি হয়তো মর্মব্যথায় আত্নঘাতী হবেন।
Zohurul Hoque
তুমি হয়ত তোমার নিজেকে মেরেই ফেলবে যেহেতু তারা মুমিন হচ্ছে না।