Skip to content

কুরআন মজীদ সূরা আশ-শো'আরা আয়াত ২০৬

Qur'an Surah Ash-Shu'ara Verse 206

আশ-শো'আরা [২৬]: ২০৬ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

ثُمَّ جَاۤءَهُمْ مَّا كَانُوْا يُوْعَدُوْنَ ۙ (الشعراء : ٢٦)

thumma
ثُمَّ
Then
এরপরও
jāahum
جَآءَهُم
comes to them
আসে তাদের (নিকট)
مَّا
what
যা
kānū
كَانُوا۟
they were
তারা ছিলো
yūʿadūna
يُوعَدُونَ
promised
তাদেরকে সতর্ক করা হচ্ছে

Transliteration:

Summa jaaa'ahum maa kaanoo yoo'adoon (QS. aš-Šuʿarāʾ:206)

English Sahih International:

And then there came to them that which they were promised? (QS. Ash-Shu'ara, Ayah ২০৬)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

অতঃপর তাদেরকে যে বিষয়ের ও‘য়াদা দেয়া হত তা তাদের কাছে এসে পড়ে। (আশ-শো'আরা, আয়াত ২০৬)

Tafsir Ahsanul Bayaan

অতঃপর ওদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা ওদের নিকট এসে পড়ে,

Tafsir Abu Bakr Zakaria

তারপর তাদেরকে যে বিষয়ে সতর্ক করা হয়েছিল তা তাদের কাছে এসে পড়ে,

Tafsir Bayaan Foundation

অতঃপর তাদেরকে যে বিষয়ে ওয়াদা করা হয়েছে, তা তাদের নিকট এসে পড়ত,

Muhiuddin Khan

অতঃপর যে বিষয়ে তাদেরকে ওয়াদা দেয়া হত, তা তাদের কাছে এসে পড়ে।

Zohurul Hoque

তারপর তাদের কাছে এসে পড়ে যা তাদের ওয়াদা করা হয়েছিল --